HomeBharatআচমকা উল্টে গেল বাস, সিট থেকে ছিটকে পড়ল পড়ুয়ারা, আহত ৪০

আচমকা উল্টে গেল বাস, সিট থেকে ছিটকে পড়ল পড়ুয়ারা, আহত ৪০

- Advertisement -

সোমবার সাত সকালে দেশে বড় দুর্ঘটনা (Accident) ঘটে গেল। স্কুল পড়ুয়া বোঝাই বাস উল্টে অনেকে আহত হল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, হরিয়ানার পিঞ্জোরের কাছে বাস উল্টে ৪০ জন স্কুল পড়ুয়া আহত হয়েছেন। আহত পড়ুয়াদের পিঞ্জোরের সরকারি হাসপাতালে ভর্তি। পুলিশের অনুমান, হরিয়ানা রোডওয়েজের বাসটি দ্রুত গতিতে চলছিল, যার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেটি উল্টে যায়। বাসের ওভারলোডিং এবং রাস্তার খারাপ অবস্থাও দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে জানিয়েছে পুলিশ। বাসটিতে প্রায় ৭০ জন শিশু ছিল বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

   

শেষ পাওয়া খবর অনুযায়ী, আহতদের শহরের পিঞ্জোর হাসপাতাল ও সেক্টর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকালের দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা যাত্রীকে পিজিআই চণ্ডীগড়ে রেফার করা হয়েছে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular