ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল সেনা বোঝাই ট্রাক, ছিটকে গেলেন একাধিক জওয়ান

ফের ভয়াবহ দুর্ঘটনার (Accident) শিকার ভারতীয় সেনা জওয়ানরা। আজ শনিবার পাঞ্জাবের জলন্ধর জেলার সুচি গ্রামের কাছে একটি ট্রাক সেনাবাহিনী বোঝাই গাড়িকে ধাক্কা দেয়। এহেন ঘটনায় অন্ততপক্ষে ৬ সেনা জওয়ান আহত হয়েছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে।

এক আধিকারিক জানিয়েছেন, সেনা ট্রাকটি পাঞ্জাব মিলিটারি পুলিশ (পিএপি) চক থেকে পাঠানকোট চকে যাচ্ছিল। ওই আধিকারিকের মতে, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর মহাসড়কের অপর পাশে সেনাবাহিনীর গাড়িটি উল্টে যায়। মূলত একটি বেসরকারি সংস্থার ট্রাকের সঙ্গে সেনার গাড়ির সংঘর্ষে ৬ জওয়ান জখম হন। আহতরা সবাই সেনা জওয়ান। আহতদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

   

শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। জানা গিয়েছে, জলন্ধরের লিস্ট পিন্ডের কাছে ইন্ডিয়ান অয়েল ডিপোর কাছে হাইওয়েতে পিএপি চক থেকে পাঠানকোট চক যাচ্ছিল সেনাবাহিনীর একটি গাড়ি। একই সময় একই রুট থেকে একটি বেসরকারি কোম্পানির ট্রাকও যাচ্ছিল। তার ট্রাকের টায়ার ফেটে এ দুর্ঘটনা ঘটে। টায়ার ফেটে যাওয়ার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে অপর পাশে থাকা সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে সড়কে ডিভাইডার ভেঙে যায়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে সেনাবাহিনীর ট্রাকটি উল্টে যায়।

দুর্ঘটনায় জখম হয়েছেন ৬ জওয়ান। আহতদের লুধিয়ানা সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও এহেন ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন