Accident: সাতসকালে হাইওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ১০

bus-truck collision on Nasik highway

শুক্রবার সকালে মহারাষ্ট্রের নাসিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Accident) ঘটেছে। এখানে একটি দ্রুতগামী বাস একটি ট্রাকের সাথে সংঘর্ষে ১০ জন নিহত হয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন।

নাসিক-শিরডি হাইওয়েতে বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে অনুদান ঘোষণা করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

   

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি থানে জেলার অম্বারনাথ থেকে শিরডির দিকে যাচ্ছিল। এদিকে, নাসিকের সিন্নার তহসিলের পাথারে কাছে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। নিহতদের মধ্যে সাত নারী, দুই শিশু ও একজন পুরুষ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতদের সিন্নরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, সেক্ষেত্রে মৃতের সংখ্যা বাড়তে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন