নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ভোটে জয়লাভ করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। সভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদকের গুরুত্বপূর্ণ পদগুলিতে জয়লাভ করে এবিভিপি, অন্যদিকে কংগ্রেস-সমর্থিত এনএসইউআই সহ-সভাপতি পদ জিতেছে। ABVP-এর আরিয়ান মান ২৮,৮৪১ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন।
যেখানে NSUI-এর জোসলিন চৌধুরী ১২,৬৪৫ ভোট পেয়েছেন এবং SFI-AISA-এর প্রার্থীর ঝুলিতে এসেছে ৫,৩৮৫ ভোট। বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার ফলাফল ঘোষণায় কংগ্রেস প্রভাবিত ছাত্র ইউনিয়নকে হারিয়ে ফের সভাপতিত্ব ছিনিয়ে নিল ABVP।
কে আরিয়ান মান?
সদ্য বিজয়ী ABVP সভাপতি আরিয়ান মান হরিয়ানার বাহাদুরগড়ের বাসিন্দা। হংসরাজ কলেজ থেকে স্নাতক পাশ করে বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার বিজ্ঞানে এমএ করছেন। কলেজ-বিশ্ববিদ্যালয়ের জীবনে তিনি এবিভিপির নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এসেছেন। যার মধ্যে ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রচার এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের দাবিতে তিনি সরাসরি অংশ্রহণ করেছিলেন। পড়াশুনো এবং রাজনীতির পাশাপাশি মান একজন উৎসাহী ফুটবল খেলোয়াড়ও।
ছাত্র কল্যাণ এবং ক্যাম্পাস উন্নয়নকেই মূল উদ্দেশ্য করে নির্বাচনী প্রচারে নেমেছিলেন আরিয়ান মান। ভর্তুকিযুক্ত মেট্রো পাস, বিনামূল্যে ওয়াই-ফাই, অ্যাক্সেসিবিলিটি অডিট, উন্নত ক্রীড়া সুবিধা এবং পিএইচডি গবেষদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। যদিও, কোনোরকম বিজয় মিছিল করা যাবে না বলে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দিল্লি পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের কাছেও এই মর্মে নির্দেশ দিয়েছে আদালত।