বিহার-র‍্যালি থেকে প্রধানমন্ত্রীর মায়ের নামে কুরুচিকর মন্তব্য! বিতর্কে কংগ্রেস

পাটনা: ভোটমুখী বিহারে ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রায় প্রধানমন্ত্রী ও তাঁর মা-কে অপমানের অভিযোগে বিতর্কে জড়াল কংগ্রেস (Congress)। সম্প্রতি দ্বারভাঙ্গা জেলার ঘটনার একটি ভিডিও ভাইরাল…

বিহার-র‍্যালি থেকে প্রধানমন্ত্রীর মায়ের নামে কুরুচিকর মন্তব্য! বিতর্কে কংগ্রেস

পাটনা: ভোটমুখী বিহারে ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রায় প্রধানমন্ত্রী ও তাঁর মা-কে অপমানের অভিযোগে বিতর্কে জড়াল কংগ্রেস (Congress)। সম্প্রতি দ্বারভাঙ্গা জেলার ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরেই বিজেপির তোপের মুখে রাহুল গান্ধী (Rahul Gandhi)সহ কংগ্রেসের এক সাংসদ। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তেজস্বী যাদবের পোস্টার হাতে নিয়ে কিছু দলীয় কর্মী-সমর্থক মঞ্চ থেকে প্রধানমন্ত্রী (PM Modi) এবং তাঁর মাকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করছেন। যদিও সেইসময় মঞ্চে নেতা-নেতৃরা উপস্থিত ছিলেন না।

আসন্ন বিহার নির্বাচনে টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন এক স্থানীয় কংগ্রেস নেতা নওশাদের নামে ধ্বনি তুলতে দেখা যাচ্ছে দলের কর্মী-সমর্থকদের। যদিও সংবাদমাধ্যমকে টেলিফোনে নওশাদ জানিয়েছেন, মুজফফরপুরের একটি র‍্যালিতে যোগ দেওয়ার জন্য ঘটনার প্রায় ১৫-২০ মিনিট আগেই রাহুল গান্ধীর সঙ্গে মঞ্চ ছেড়েছিলেন তিনি। স্থানীয় কংগ্রেস নেতা বলেন, “আমি দিল্লি থেকে দু-বার ভোটে দাঁড়িয়েছি। প্রায় ২০ বছর ধরে দলের সঙ্গে যুক্ত। এমন কোনও কাজ আমি করবোই না। তবুও, যেহেতু অনুষ্ঠানটি আমরাই করেছিলাম তাই আমি ক্ষমা চাইছি।”

   

এড়িয়ে চলছে কংগ্রেস

বিতর্ক শুরু হতেই ঘটনার দায়ভার এড়িয়ে চলছে কংগ্রেস। কংগ্রেস নেতা রাশিদ আলভী জানিয়েছেন, দল কোনোমতেই এই ধরণের অশালীন মন্তব্যের সমর্থন করে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অন্যদিকে, এই সুযোগকে কাজে লাগিয়ে ভোটার অধিকার যাত্রা সহ কংগ্রেসকে বিঁধছে বিজেপি (BJP)। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের জন্য রাহুল গান্ধীর থেকে ‘ক্ষমা চাওয়ার’ দাবী জানাচ্ছে গেরুয়া শিবির।

Advertisements

বিজেপির মুখপাত্র নীরজ কুমারের দাবী, “প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অশালীন মন্তব্য করেছেন এবং দলের কর্মীদের করতে উদ্বুদ্ধ করেছেন তাঁর জন্য রাহুল গান্ধী সমগ্র দেশের কাছে ক্ষমা চান। বিহারের মানুষ আপনাকে কোনদিন ক্ষমা করবেন না”। তিনি আরও বলেন, “একজন দরিদ্র ওবিসি (OBC) পরিবারের সন্তান প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার সেটা সহ্য হচ্ছে না। এই পরশ্রীকাতরতাই একদিন আপনাকে শেষ করবে!”

এর আরও একধাপ এগিয়ে এক্স (X) হ্যান্ডেলে সরাসরি রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং তেজস্বী যাদবের (Tejaswi Yadav) ঘাড়ে দোষ চাপিয়ে ক্ষমার দাবী করেছেন বিজেপি নেতা তথা লোকসভা সাংসদ রবি শঙ্কর প্রসাদ। কংগ্রেস কর্মী-সমর্থকদের উচ্চারিত মন্তব্য কেবলমাত্র প্রধানমন্ত্রী নয়, সমগ্র দেশের কাছে “অপমান” এবং “লজ্জার” বলে তোপ দেগেছেন তিনি। এরপর ‘দেশের সেবায়’ প্রধানমন্ত্রীর লিপ্ত হওয়ার পেছনে তাঁর মায়ের অবদানের কথা উল্লেখ করেন রবি শঙ্কর। মায়ের শিক্ষাতেই প্রধানমন্ত্রী ‘দেশভক্তি’ এবং সমাজকল্যাণে ব্রতী হয়েছেন এবং “বিহারের মানুষ এই অপমানের পাল্টা জবাব দেবেই” বলেন তিনি।