
কলকাতা: বাংলার টেলিভিশন চ্যানেলের প্রথম স্ট্যান্ড আপ কমেডি শো ছিল মিরাক্কেল (Abu Hena Rony)। মীর আফসার আলীর সঞ্চালনায় এই শো বেশ জনপ্রিয় হয়েছিল এবং বেশ কয়েক বছর ধরে বাঙালিকে মাতিয়ে রেখেছিল। শুধু পশ্চিমবঙ্গ নয় এই শোতে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিল বাংলাদেশের প্রতিযোগীরাও। তাদের মধ্যেই বেশ উল্লেখযোগ্য নাম ছিল আবু হেনা রনি।
এই আবু হেনা রনি একবার চ্যাম্পিয়ন ও হয়েছিল মীরাক্কেলের। কিন্তু আজ আর সেই আবু হেনা রনিকে দেখে চেনার উপায় নেই। কারণ এখন তাকে বাংলাদেশের ভারত বিদ্বেষী মিছিলেই সবচেয়ে বেশি দেখা যায়। সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারী তুষার সেনগুপ্ত তার পোস্টে আবু হেনা রনির একটি ছবি দিয়েছেন যে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে যে ভারত বিরোধী মিছিল শুরু হয়েছে তার অন্যতম শরিক হয়েছে ভারতের মিরাক্কেল খ্যাত এই প্রতিযোগী।
হুমায়ুনের নতুন দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’, পড়ল পোস্টার
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তুষার সেনগুপ্ত তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন যে ভারতের টেলিভিশন শো থেকে আবু হেনা এই চরম খ্যাতির শীর্ষে পৌঁছেছে আজ কিভাবে সেই দেশের বিরুদ্ধে সে মিছিলে অংশ নিতে পারে। তিনি আরও বলেছেন যে আবু হেনা রনিকে কেউ চিনত না। তার যতটুকু খ্যাতি হয়েছে তার পুরোটাই মীরাক্কেলের মাধ্যমে। আর এখন বাংলাদেশের কর্তা ভজা মিডিয়ার দৌলতে করে খাচ্ছে এই রনি।
তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশের এই মুহূর্তের অন্তর্বর্তী সরকার কিভাবে দেশের যুবকদের ব্রেইনওয়াশ করে দিয়েছে। তুষার আরও বলেছেন “এখন বাংলাদেশের গদি মিডিয়ায় ভাঁড়ামি করে পেট পালে আর সেই পেট পালার মতো পরিচুতি টুকুও তৈরি করে দিয়েছে সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের আধিপত্যবাদের প্রতিবাদে ভারতবিদ্বেষী ধর্মান্ধ ছাগুদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আজ পথে নেমেছে আবু হেনা রনি।”
নিমকহারামটা ভুলেই গেছে যে ওই তথাকথিত ভারতীয় আধিপত্যবাদ না থাকলে এই ধর্মান্ধ ছাগু আবু হেনা রনি আজ ঢাকার কোনও গার্মেন্ট ফ্যাক্টরিতে সেলাই মেশিন চালাত।” শুধু তুষার নয় সাধারণ মানুষও তার এই পোস্টের সমর্থনে কণ্ঠ দিয়েছেন। তারা বলেছেন এই মুহূর্তে বাংলাদেশে বেশির ভাগেরই ব্রেইনওয়াশ করে দেওয়া হয়েছে, তা না হলে ভারতের কাছ থেকে যথেষ্ট সম্মান পেয়েও কিভাবে তারা রাস্তায় বেরিয়ে প্রকাশ্যে ভারত বিরোধিতার আগুন জ্বালাতে পারে।
আবার অনেকেই আবু হেনা রনির এই ছবি দেখে যথেষ্ট অবাক হয়ে গিয়ে মন্তব্য করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা আর নেই ভারতের মানুষের কাছে এরা কালিদাসের মত যে ডালে বসে থাকে সেই ডালটাই কেটে ফেলার চেষ্টা করছে।










