শুক্রবার মহারাষ্ট্র সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অবু আসিম আজমি মিডিয়ার বিরুদ্ধে তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে ‘বদনাম’ করার অভিযোগ তুলেছেন। নারওয়েকারের উদ্দেশে লেখা এক চিঠিতে আজমি দাবি করেন, তিনি এই বিষয়ে কোনো ভুল করেননি।
তিনি দাবি করেন, “মিডিয়া আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে আমাকে বদনাম করার চেষ্টা করেছে। আমি দোষী নই, তাই আমার সাসপেনশন তুলে নেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।” আজমি জানান, গত ৩ মার্চ তিনি হল থেকে বেরোনোর সময় সাংবাদিকরা তাঁকে অনুসরণ করেন এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাহুল গান্ধীকে ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা করা নিয়ে প্রতিক্রিয়া জানতে চান।
আজমি চিঠিতে লিখেছেন “আমি মীনা ভার্গবের একটি নিবন্ধের উদ্ধৃতি দিয়ে বলেছিলাম, ঔরঙ্গজেব মন্দিরগুলোর জন্য সাহায্য করেছিলেন। ছত্রপতি সম্ভাজি মহারাজ সম্পর্কে আমি কোনো বক্তব্য দিইনি। আমি তাঁদের প্রতি সম্মান দেখিয়েছি। আমি যা বলিনি, তা আমার নামে চাপিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।”
তিনি বলেন, তাঁর বক্তব্য ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে। “ঔরঙ্গজেবের সময় ভারতের সীমানা ব্রহ্মদেশ ও আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। মানুষের ঘরে সোনা ছিল, ভারত তখন সোনার চড়াই ছিল। আমি বলেছি, ঔরঙ্গজেব একজন ভালো প্রশাসক ছিলেন। তিনি এবং ছত্রপতি শিবাজি বা সম্ভাজি মহারাজ ধর্মের জন্য নয়, ক্ষমতা ও জমির জন্য লড়েছিলেন। আমি জাত-ধর্মের বৈষম্যে বিশ্বাস করি না।”
তিনি আরও জানান, “ছত্রপতি শিবাজি মহারাজ ও সম্ভাজি মহারাজ সম্পর্কে আমি কোনো আপত্তিকর মন্তব্য করিনি। আমার তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে।” তবে তাঁর এই বক্তব্য নিয়ে বিতর্কের পর মহারাষ্ট্র বিধানসভা তাঁকে চলতি বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড করেছে। আজমি এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে মিডিয়ার ভূমিকার জন্য দায়ী করেছেন।