নিজেদের বেতন দিয়ে ২৫০০ ‘বঞ্চিতে’র বকেয়া মেটানোর ঘোষণা অভিষেকের

দিল্লির যন্তর মন্ত্ররে চলছে তৃণমূলের ধরনা কর্মসূচি। সেখান থেকে বড় প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,কেন্দ্র টাকা না দিলে আড়াই হাজার…

দিল্লির যন্তর মন্ত্ররে চলছে তৃণমূলের ধরনা কর্মসূচি। সেখান থেকে বড় প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,কেন্দ্র টাকা না দিলে আড়াই হাজার জব কার্ড হোল্ডারের পারিশ্রমিকের টাকা প্রয়োজনে বাংলার জনপ্রতিনিধিরা নিজেদের বেতন থেকে মেটাবেন। অভিষেক জানালেন দু’মাসের মধ্যে এই ব্যবস্থা করবেন বাংলার ৭০ হাজার জনপ্রতিনিধিরা। নিজেদের এক মাসের বেতন এই জব কার্ড হোল্ডারদের দেবে তৃণমূল কংগ্রেস।

যন্তর-মন্তরে অবস্থান বিক্ষোভ শেষে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা কথা দিচ্ছি, বাংলায় তৃণমূলের ৭০ হাজার জনপ্রতিনিথি রয়েছেন, তাঁরা নিজেদের এক মাসের বেতন দিয়ে ২৫০০ জনের বকেয়া টাকা মেটাবেন। আগামী দু’মাসের মধ্যে অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে আপনাদের টাকা আপনাদের হাতে তুলে দেব। ২৫০০ প্রতিনিধি যারা এক কাপড়ে দিল্লি এসেছেন, তাঁদের টাকা দু’মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আজ যন্তর-মন্তরে দাঁড়িয়ে আমি এ কথা দিচ্ছি।’

   

পাশাপাশি বলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, কেন্দ্র যদি বাংলার দাবি না মানে, তবে আবার দিল্লির বুকে সভা করবে তৃণমূল। তবে এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক লক্ষ মানুষকে নিতে দিল্লিতে আসব।

এদিন অভিষেক বলেন, দিল্লিতে দাঁড়িয়ে ভারতের শাসককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে যাচ্ছি। নরেন্দ্র মোদীর হাতে যদি রিমোট কন্ট্রোলের বোতাম থাকে তাহলে সাধারণ মানুষের হাতে ইভিএমের বোতাম থাকবে। বোতাম টিপে যদি আপনার টাকা বন্ধ করতে পারে তাহলে আপনারাও বোতাম টিপে এই সরকারের ভবিষ্যৎ অন্ধকার করে দিন।