ভোটার তালিকা বিতর্কে হুঁশিয়ারি অভিষেকের, বিরোধীদের একজোট আন্দোলন

TMC’s Abhishek Banerjee Chairs Key Meeting With Birbhum Leaders
TMC’s Abhishek Banerjee Chairs Key Meeting With Birbhum Leaders

লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারের উদ্দেশে বড় শর্ত তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, যদি এসআইআর সত্যিই জরুরি হয়, তবে প্রথমেই লোকসভা ও এক বছর আগে গঠিত কেন্দ্রীয় সরকার ভেঙে দিয়ে গোটা দেশে এই প্রক্রিয়া চালু করতে হবে।

বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক ঘটনাপ্রবাহের ক্রম ব্যাখ্যা করেন। তিনি অভিযোগ তোলেন, নির্বাচন কমিশনের মতে, মাত্র এক বছর আগে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ব্যবহৃত ভোটার তালিকায় নাকি ব্যাপক ত্রুটি ও অনিয়ম রয়েছে। যদি কমিশনের এই দাবি সত্য হয় এবং কেন্দ্রীয় সরকারও একমত হয়, তবে নৈতিকতার খাতিরে প্রথম পদক্ষেপ হওয়া উচিত অবিলম্বে লোকসভা ভেঙে দেওয়া।

   

অভিষেকের স্পষ্ট বার্তা—প্রথমে লোকসভা ভঙ্গ, তারপর সারা দেশে এসআইআর, এবং সবশেষে নতুন করে সাধারণ নির্বাচন। তিনি জানান, যদি ভোটার তালিকা ভুলে ভরা হয়, তাহলে নরেন্দ্র মোদীর নির্বাচনের বৈধতা নেই, কেন্দ্রের সরকারও বৈধ নয়। বাংলার ভোটার তালিকা ভুল, কিন্তু গুজরাতের ঠিক—এভাবে চলতে পারে না।

এই ইস্যুতে তৃণমূলের পাশাপাশি কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, ডিএমকে, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) ও আরজেডি-সহ একাধিক বিরোধী দলও এসআইআর-এর বিরোধিতা করেছে। মঙ্গলবার প্রায় ৩০০ বিরোধী সাংসদ সংসদ ভবন থেকে মিছিল করে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যান এবং সেখানে ঘেরাও কর্মসূচি পালন করেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন