মুখ থুবড়ে পড়ল বিজেপি, জিতে গেলেন AAP-এর প্রার্থী

বিজেপি নয়, জিতে গেল আম আদমি আদমি পার্টি (AAP)। বিজেপির টিকিটে ২০২২ সালে ভোটে দাঁড়ালেও হেরে যান তিনি। কিন্তু ২০২৪ সালে ছবিটা এক কথায় আমূল…

বিজেপি নয়, জিতে গেল আম আদমি আদমি পার্টি (AAP)। বিজেপির টিকিটে ২০২২ সালে ভোটে দাঁড়ালেও হেরে যান তিনি। কিন্তু ২০২৪ সালে ছবিটা এক কথায় আমূল বদলে গেল। পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে জয়ী হল আপ। আর এই জয় এনে দিলেন বিজেপি থেকে কেজরিওয়ালের দলে যাওয়া মহিন্দর ভগত।

প্রথম রাউন্ড থেকেই লিড ধরে রেখেছিলেন মহিন্দর ভগত। গণনা শেষ হয়েছে ১৩ রাউন্ডে। প্রতি রাউন্ডে মহিন্দর ভগতের লিড বাড়তে থাকে এবং তিনি ৩৭৩২৫ ভোটে জয়ী হন। বিজেপির শীতল আঙ্গুরাল সাত রাউন্ডে তৃতীয় স্থানে শেষ করেছেন। অষ্টম রাউন্ডে দ্বিতীয় স্থানে থাকলেও আম আদমি পার্টির লিড ভাঙতে পারেননি। একই সময়ে, কংগ্রেসের সুরিন্দর কৌর কোনও রাউন্ডেই এগিয়ে থাকতে পারেননি।

   

ভগত ২০২২ সালে জলন্ধর পশ্চিম থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তোমার নরম আঙুলের কাছে পরাজিত হয়েছে। লোকসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়ে বিধানসভা থেকে পদত্যাগ করেন আঙ্গুরাল। একই সঙ্গে বিজেপিকে বিদায় জানিয়ে আম আদমি পার্টিতে যোগ দেন ভগৎ। আপের জয়ের প্রতিক্রিয়ায় পাঞ্জাবের মন্ত্রী হরপাল সিং চিমা বলেন, “আমি জলন্ধর পশ্চিমের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আমি বড় ব্যবধানে এই আসনটি ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী। জনগণ আপনাদের সঙ্গে আছে। আমরা পাঞ্জাবের মানুষ এবং তাদের জন্য কাজ করছি। ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করে কংগ্রেস বড় ভুল করেছিল। এর খেসারত দিতে হয়েছে তাদের। এখন বিজেপিকে সংবিধান পরিবর্তনের চেষ্টার মূল্য চোকাতে হবে।

বর্তমানে আপ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতিকাণ্ডে তিহাড়ে বন্দি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রয়েছে দল। কিন্তু এরপরেও জলন্ধরে আপের জয় স্বাভাবিকভাবেই দলকে যথেষ্ট অক্সিজেন জোগাবে।

মহিন্দর ভগত বিজেপির প্রবীণ নেতা চুন্নি লাল ভগতের ছেলে এবং ১৯৯৭ সাল থেকে রাজনীতিতে রয়েছেন। ভগৎ চুন্নি লাল তিনবারের বিধায়ক ছিলেন এবং পাঞ্জাব সরকারের মন্ত্রীও ছিলেন। এরপর ২০২৩ সালে জলন্ধর লোকসভা উপনির্বাচনের সময় বিজেপি ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দেন মহিন্দর ভগত। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মহিন্দর ভগত পাঞ্জাব বিজেপির এসসি মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পাঞ্জাব বিজেপির রাজ্য সহ-সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন।