
লোকসভা ভোটের আগে বড় চমক দিল আম আদমি পার্টি (AAP)। এবার পাঞ্জাবে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি।
এই প্রার্থী তালিকা অনুযায়ী, অমৃতসর থেকে কুলদীপ সিং ধালিওয়াল, খাদুর সাহিব থেকে লালজিত সিং ভুল্লার, জলন্ধর থেকে সুশীল কুমার রিঙ্কু, ফতেহগড় সাহিব থেকে গুরপ্রিত সিং জিপি, ফারিদকোট থেকে করমজিৎ অনমোল, ভাতিন্ডা থেকে গুরমিত সিং খুদিয়ান, সাংরুর থেকে গুরমিত সিং মিট হায়ের এবং পাটিয়ালা থেকে ডা বলবীর সিং।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










