ভারতে নির্বাচনে লড়াই করার সর্বনিম্ন বয়স ২৫ থেকে কমিয়ে ২১ করার কথা বললেন সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)।বৃহস্পতিবার রাজ্যসভার কক্ষে এই দাবি পেশ করেন আপ সাংসদ। তাঁর বক্তব্যে উঠে এসেছে এই দেশের তরুণ সম্প্রদায়ের কথা। তাঁর মতে এই নবপ্রজন্মের দেশে তরুণতুর্কিদের সামনে আসা উচিত, শুধু তাই নয় রাজনীতির ময়দানে তাঁদের এগিয়ে আসার জন্য ভারতের নির্বাচনে লড়াই করার সর্বনিম্ন বয়স কমিয়ে দেওয়ার প্রস্তাব রেখেছেন তিনি।
শুভেন্দুর হাতে ‘মিষ্টি’ খেয়ে দিলীপের মুখে মমতার ‘শুভনন্দন’! নতুন খেলা শুরু?
প্রসঙ্গত রাঘব চাড্ডা রাজ্যসভার সর্বকনিষ্ঠ সাংসদ। তাঁর বর্তমান বয়স ৩৫। তিনি বৃহস্পতিবার সংসদে বলেন, ‘ আমাদের দেশে এই মুহূর্তে ৬৫ শতাংশ লোকের বয়স ৩৫-এর কম এবং ৫০ শতাংশ লোকের বয়স ২৫ বছরের কম। আমাদের দেশে স্বাধীনতার পরে যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ২৬ শতাংশের গড় বয়স ৪০ এর নীচে ছিল। ১৭ তম লোকসভা নির্বাচনের পরে মাত্র ১২ শতাংশের গড় বয়স ৪০ এর নীচে।’
ফরাসি বিপ্লবের দেশে আরও এক স্বপ্নিল পদক ভারতের
এখানেই শেষ নয় , তাঁর কথায় ‘ আমরা নবপ্রজন্মের দেশ যেখানে প্রায় অর্ধেকের বেশী প্রবীণ রাজনীতিবিদ। এই দেশে তরুণ প্রজন্মের ভোটে উৎসাহ করার জন্য ভোটে লড়াই করার বয়স কমিয়ে দেওয়া প্রস্তাব রাখছি।’ তিনি আরও জানালেন যে, ‘ এই দেশে রাজনীতিকে খারাপ চোখে দেখা হয়। এই দেশের যুব সমাজকে এগিয়ে আসার জন্য ভোটে নির্বাচনে লড়াই করার এই বয়স কমানোর বিষয়টা ভেবে দেখা হোক।’