গ্রেফতার মুখ্যমন্ত্রী, রণক্ষেত্র শহর, টেনে হিঁচড়ে AAP কর্মীদের তোলা হল পুলিশ ভ্যানে

আবগারি দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। এদিকে কেজরিওয়ালের গ্রেফতারিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দিল্লি। বিক্ষোভ দেখাচ্ছেন আপ (AAP)-এর…

আবগারি দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। এদিকে কেজরিওয়ালের গ্রেফতারিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দিল্লি। বিক্ষোভ দেখাচ্ছেন আপ (AAP)-এর নেতা কর্মী, সমর্থকেরা।

Advertisements

আজ শুক্রবার দিল্লিজুড়ে নয়াদিল্লিতে আম আদমি পার্টির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ করলেন আপ নেতারা। দিল্লির মুখ্যমন্ত্রী তথা দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে দিল্লির আইটিওতে আম আদমি পার্টির কর্মীদের আটক করেছে পুলিশ। সৌরভ ভরদ্বাজ থেকে শুরু করে আতিশিকে আজ আটক করেছে পুলিশ। এদিন তাঁদের টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়। 

   

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে মদ কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছায় ইডির দল। প্রায় দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। গ্রেফতারের পরপরই আপ নেতা-কর্মীরা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে গ্রেফতারির প্রতিবাদে আজ দিল্লি জুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন আপ কর্মী ও নেতারা। এই বিক্ষোভের জেরে দিল্লির রাস্তায় জ্যামের পরিস্থিতি তৈরি হয়েছে। এই মর্মে দিল্লি পুলিশের তরফে ট্রাফিক অ্যাডভাইসরি জারি করে সতর্ক করা হয়েছে।