২-৩ দিনের মধ্যে গ্রেফতার হবেন কেজিরওয়াল, দাবি AAP নেতার

নতুন করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)-কে নিয়ে আশংকাপ্রকাশ করল এম আদমি পার্টি। যে কোনো দিন কেজিরওয়ালকে হেফাজতে নেওয়া হতে পারে বলে আশঙ্কা করছে…

arvind kejriwal

নতুন করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)-কে নিয়ে আশংকাপ্রকাশ করল এম আদমি পার্টি। যে কোনো দিন কেজিরওয়ালকে হেফাজতে নেওয়া হতে পারে বলে আশঙ্কা করছে দল।

এই বিষয়ে আজ শুক্রবার বড় মন্তব্য করেছেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj)। এক সাংবাদিক বৈঠকে নেতা বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে যে আগামী ২-৩ দিনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে। প্রশ্ন হল, কেন্দ্রীয় সরকার এত তাড়াহুড়ো করছে কেন? এমনকি বিজেপির লোকজনও আমাদের বলছেন যে যদি কংগ্রেসের সঙ্গে জোট তৈরি হয়, অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ঢোকানো হোক এবং আমরা যদি তাঁকে বাইরে দেখতে চাই তবে একটাই উপায় আছে- অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের অংশ হবেন না।’

   

নেতা আরও বলেন, ‘এটা স্পষ্ট যে বিজেপি খুবই নার্ভাস। তারা মনে করে, আপ ও কংগ্রেস (AAP-Congress) একজোট হলে, যেখানেই জোট হোক, যে রাজ্যেই হোক না কেন, বিজেপির পক্ষে সরকার গঠন করা কঠিন হবে।’