ষষ্ঠ দফার ভোটের আগে বিরাট লাভ হল বিজেপি (BJP)-র। জলন্ধরে বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি। এক বছর আগে শিরোমণি অকালি দল ছেড়ে আপে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক জগবীর সিং ব্রার আজ যোগ দিলেন বিজেপিতে।
জগবীর সিং ব্রারকে কোণঠাসা করছে আম আদমি পার্টি বলে অভিযোগ উঠেছিল। তবে আজ মঙ্গলবার দিল্লিতে গিয়ে বিজেপির সদর দফতরে বিজেপিতে যোগ দিলেন জলন্ধরের প্রাক্তন ক্যান্টনমেন্ট মালা জগবীর সিং ব্রার। ২০২৩ সালের ২৬ মার্চ শিরোমণি আকালি দল ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দেন জগবীর সিং।
Advertisements
#WATCH | Jagbir Singh Brar, former Jalandhar Cantt MLA, joins BJP at the party headquarters in Delhi pic.twitter.com/vglcEYS381
— ANI (@ANI) May 21, 2024