জামিন পেলেন কেজরিওয়াল!

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) করা মামলায় এবার জামিন (Bail) পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)। আবগারি দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে।…

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) করা মামলায় এবার জামিন (Bail) পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)। আবগারি দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এর আগে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) সময় অন্তর্বর্তীকালীন জামিন পেলেও আজ বেঞ্চের ২ বিচারপতি জামিন মঞ্জুর করল তাঁর। এর আগে ইডির (ED) দায়ের করা মামলা থেকে জামিন পেয়েছেন তিনি।

তবে তাঁর জামিনের পর সর্বোচ্চ আদালত (Supreme Court) জানিয়েছে যে মামলার সাক্ষীদের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী। এছাড়া, আজই তাঁর তিহার জেল থেকে মুক্তি পাবার সম্ভাবনাও রয়েছে। কেজরিওয়ালের জামিন প্রসঙ্গে আপ দলের নেতা মণীশ শিসোদিয়া (Manish Sisodia) বলেছেন যে, এটা মিথ্যের বিরুদ্ধে সত্যের জয়।

   

কেজরিওয়ালের গ্রেফতারিকে সুপ্রিম কোর্ট সিবিআই-এর অতিসক্রিয়তা বলেও অভিহিত করেছে করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ (AAP) দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির খবরে ভীষণ খুশি আম আদমি পার্টির নেতা-নেত্রীরা। কেজরিওয়ালের মুক্তিকে ঘিরে দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে ‘হি ইজ ব্যাক’ (He is back)।

চেয়ার চাইতে আসিনি, মুখ্যমন্ত্রীর মন্তব্যে হতাশ, সাফ বার্তা আন্দোলনকারীদের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল (Sunita Kejriwal) সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করেছেন, “আপ পরিবারকে অভিনন্দন! বিশ্বাস রাখার জন্য ও ভেঙে না পড়ার জন্য ধন্যবাদ…”

অন্যদিকে আপ দলের অন্যতম সুপরিচিত সাংসদ রাঘব চাড্ডা (AAP MP Raghav Chadha) এই বিষয়ে বলেছেন, “আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই। অরবিন্দ কেজরিওয়াল শুধু একটি নাম নন, সৎ রাজনীতির একটি ব্র্যান্ড। কিন্তু তাঁকে জেলে যেতে হয়েছিল। তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণেই তাঁকে ৬ মাসের জন্য জেলে যেতে হয়েছিল। এখন আপ আরও শক্তি পাবে। আমি দেশের সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। স্বাগত জানাই অরবিন্দ কেজরিওয়ালকে। আমরা সুপ্রিম কোর্টের চূড়ান্ত আদেশ পড়ে পরবর্তী কৌশল তৈরি করব। কোন শর্তে জামিন দেওয়া হয়েছে তা বোঝার চেষ্টা করবো। গোটা দিল্লি এবং দেশে আনন্দের ঢেউ বইছে। আসন্ন হরিয়ানা নির্বাচনে (Haryana elections) আপ-এর প্রচারে নেতৃত্ব দেবেন অরবিন্দ কেজরিওয়াল।”