মারপিটের মামলায় রাজ্যের শাসকদলের বিধায়কের তিন বছরের সাজা

ক্ষমতায় আসতে না আসতেই অস্বস্তিতে পাঞ্জাবের আম আদমি পার্টি। পাঞ্জাবের আপ বিধায়ক বলবীর সিং-এর তিন বছরের জেল হল। তাঁর বিরুদ্ধে দাদা, বৌদিকে মারধরের অভিযোগ উঠেছে।…

Hearing of RG Kar Case at Calcutta High Court Following State Government and CBI’s Plea

ক্ষমতায় আসতে না আসতেই অস্বস্তিতে পাঞ্জাবের আম আদমি পার্টি। পাঞ্জাবের আপ বিধায়ক বলবীর সিং-এর তিন বছরের জেল হল। তাঁর বিরুদ্ধে দাদা, বৌদিকে মারধরের অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, পাতিয়ালা গ্রামীণের বিধায়ক ডাঃ বলবীরকে রোপার আদালত তিন বছরের কারাদণ্ড দিয়েছে। জানা গিয়েছে, ন’বছর আগে জমি নিয়ে পারিবারিক বিবাদে বলবীর সিংহ স্ত্রী ও ছেলেকে নিয়ে বৌদি ও তাঁর স্বামীর উপর চড়াও হন। ডাঃ বলবীর সিং-এর বৌদি এবং তার স্বামী এই হামলার ঘটনায় একটি মামলা দায়ের করেছিলেন। এই দুজন বলবীর, তার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে তাদের উপর নির্মমভাবে হামলা চালানোর অভিযোগ করেছিলেন। গত নয় বছর ধরে রোপার আদালতে এই মামলার শুনানি চলছিল। সোমবার শুনানির সময় আদালত বিধায়ক, তাঁর স্ত্রী ও ছেলেকে দোষী সাব্যস্ত করে। এরপর এই তিনজনকে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

   

Advertisements
আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে অভিযুক্ত বিধায়ক

২২-এর বিধানসভা ভোটে ডাঃ বলবীর সিং পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মোহিত মহীন্দ্রাকে ৫৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। তিন বছরের সাজা পেয়ে এখন বিধায়ক হারানোর আশঙ্কায় রয়েছেন তিনি। নিয়ম অনুযায়ী, কোনও বিধায়ককে দু’বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত করা হলে তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News