Punjab: পুলিশ গোয়েন্দা বিভাগে গ্রেনেড হামলার পর জরুরি বৈঠকে আম আদমি সরকার

মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগে রকেট লঞ্চার থেকে গ্রেনেড হামলার জেরে তোলপাড় গোটা দেশ। পাঞ্জাব জুড়ে সতর্কতা। পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।…

Punjab: পুলিশ গোয়েন্দা বিভাগে গ্রেনেড হামলার পর জরুরি বৈঠকে আম আদমি সরকার

মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগে রকেট লঞ্চার থেকে গ্রেনেড হামলার জেরে তোলপাড় গোটা দেশ। পাঞ্জাব জুড়ে সতর্কতা। পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার তৈরির পর এত বড় হামলা হয়নি। তবে বিস্ফোরণে কোনও হতাহতের খবর নেই।

হামলার পিছনে শিখ জঙ্গি সংগঠন বব্বর খালসা জড়িত বলেই সন্দেহ। তবে মোহালিতে গ্রেনেড হামলার পর তদন্তের অগ্রগতি জানতে নিজ বাসভবনেই বৈঠক করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। উপস্থিত পাঞ্জাব পুলিশের ডিজি সহ উচ্চপদস্থ আধিকারিকরা৷

ট্যুইট করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সাফ জানিয়েছেন, যারা এই হামলার পিছনেই রয়েছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। কোনওভাবেই রেয়াত করা যাবে না। একই দাবি তুলেছেন আম আদমি পার্টি জাতীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Advertisements

অন্যদিকে, পাঞ্জাব পুলিশের দাবি রকেট প্রপেল্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছিল হামলার সময়। গোয়েন্দা বিভাগের পাশে রাস্তা থেকেই তা ছোঁড়া হয়েছিল। যা জানালা ভেদ করে দফতরে প্রবেশ করে। মোহালি পুলিশের তরফে জানানো হয়েছে, এটি একটি ছোট বিস্ফোরণ। ঘটনায় কেউ আহত হয়নি। সমস্ত সিনিয়র অফিসার এবং ফরেন্সিক দল তদন্ত শুরু করেছেন।

সোমবার ঘটনার পর মঙ্গলবার থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। পাঞ্জাব পুলিশের আইবি দফতরের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশের কম্যান্ডো বাহিনী।