HomeBharatআপনার আধার কার্ড আসল নাকি নকল, বুঝবেন কীভাবে? জানুন পদ্ধতি

আপনার আধার কার্ড আসল নাকি নকল, বুঝবেন কীভাবে? জানুন পদ্ধতি

- Advertisement -

ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড জারি করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। এতে রয়েছে ১২ সংখ্যার ইউনিক নম্বর। ঠিকানা বা জন্মের প্রমাণপত্র হিসেবে যা অপরিহার্য। বর্তমানে প্যান বিবরণ আপডেট বা জিএসটি রিটার্ন দাখিল করতে আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয়। আধার কার্ডের ব্যাপক ব্যবহার এবং সহজলভ্যতার কারণে জালিয়াতির সংখ্যা দিনদিন বাড়ছে। তৈরি হচ্ছে ভুয়ো আধার। আবার আধার কার্ড হাতিয়ে চলছে প্রতারণাও। এই পরিস্থিতিতে নিজের আধার কার্ড সঠিক, না কি ভুয়ো, সেটা জানা গুরুত্বপূর্ণ।

এই জন্যই ভারতীয় নাগরিকদের নিয়মিত আধার কার্ডের বৈধতা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। তাহলেই আধার কার্ড আসল না কি ভুয়ো বোঝা যাবে, রক্ষা মিলবে জালিয়াতি থেকেও।

   

অনলাইনে আধার কার্ডের সত্যতা যাচাই করার উপায়-

\প্রথমে https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar -এ যেতে হবে। তারপর লগ ইন (আধার এবং ওটিপি দিয়ে) করতে হবে। এখানে লিখতে হবে ১২ সংখ্যার আধার নম্বর। তারপর ক্যাপচা পূরণ করে ‘লগ ইন উইথ ওটিপি’-তে ক্লিক করতে হবে। বিশদ জমা দেওয়ার পর সিস্টেম আধার নম্বরের সত্যতা যাচাই করবে। তারপর দেখাবে ভেরিফিকেশন স্ট্যাটাস। এখান থেকেই আধার নম্বর আসল না কি নকল বোঝা যাবে।

বছরের পর বছর অতিক্রান্ত, ভারতের একটা আস্ত ট্রেন ফেরৎ দিচ্ছে না পাকিস্তান!

অফলাইনে আধার কার্ডের সত্যতা যাচাই করার উপায়-

প্রতিটি আধার কার্ডেই কিউআর কোড থাকে। সেখানে ধরা থাকে আধার কার্ড হোল্ডারের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা, ফটোগ্রাফ ইত্যাদি বিবরণ। কিউআর কোডের যাবতীয় তথ্য সম্পূর্ণ নিরাপদ এবং টেম্পার প্রুফ থাকে।

কেন শুক্রবার মহারাষ্ট্রের বিধানসভা ভোটের দিন ঘোষণা করল না কমিশন?

কোনওরকমভাবেই জালিয়াতি করার উপায় নেই। কারণ এতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ডিজিটাল স্বাক্ষর থাকে। ফটোগ্রাফ বদলে দিলেও বিবরণ পাল্টানো যায় না। প্লে-স্টোর এবং অ্যাপ স্টোরে ‘আধার কিউআর স্ক্যানার’ অ্যাপ রয়েছে। সেই অ্যাপ ইনস্টল করে কার্ড নম্বর এবং বিবরণ দিলেই চলে আসবে কিউআর কোডে থাকা যাবতীয় তথ্য। এই থেকেও নিমেষেই বোঝা যাবে, আধার কার্ড আসল না কি নকল।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular