Aadhaar-Ration Link: শেষ সুযোগ, এই তারিখের মধ্যে আধার-রেশন কার্ড লিংক না করালে কপালে দুঃখ আছে

Aadhaar enrolment centre

 

Advertisements

আধার কার্ড (Aadhaar Card) হোক বা রেশন কার্ড, বর্তমান সময়ে এই দুটি জিনিস ছাড়া মানুষের জীবন এক কথায় অচল। এই দুটির মধ্যে কোনো একটি জিনিসে যদি সমস্যা দেখা দেয় তাহলে তো আর কথাই নেই। আপনার কাছেও নিশ্চিয়ই রেশন কার্ড এবিং আধার কার্ড আছে? লিংক করেছেন কি? যদি না করিয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল জরুরি খবর।

রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের শেষ সুযোগ দিয়েছে সরকার। এর জন্য সুবিধাভোগীদের আধার সংযুক্তিকরণের শেষ তারিখ ৩১ মার্চের মধ্যে স্থির করা হয়েছে। রাজ্যের বেশ কিছু জেলায় রেশন কার্ড জালিয়াতি রুখতে গত কয়েক মাস ধরে দ্রুত গতিতে চলছে আধার সংযুক্তিকরণের কাজ।

Advertisements

আর এই রেশন কার্ড (Ration Card) নিয়ে জালিয়াতির ভুঁড়িভুঁড়ি অভিযোগ উঠেছে বিহারের (Bihar) বেশ কিছু যায়। এখনও পর্যন্ত ৮২ শতাংশ সুবিধাভোগীকে রেশন কার্ডের আওতায় আনা হয়েছে। বাকি ১৮ শতাংশ সুবিধাভোগীকে চলতি আর্থিক বছরে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে হবে। সুবিধাভোগীরা আধার লিঙ্ক না করলে তাদের রেশন কার্ড বাতিল হতে পারে।

প্রসঙ্গত, গত বছরই আধার কার্ডের সঙ্গে যুক্ত নয় এমন রেশন কার্ড বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এই জাতীয় সুবিধাভোগীদের এখন আধার কার্ড লিঙ্ক করার জন্য ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত শেষ সুযোগ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত নওয়াদা জেলার প্রায় ৭০ হাজার রেশন কার্ড আধারের সঙ্গে যুক্ত নয়।