মার্কিন মুলুকে অন্ধ্রপ্রদেশের তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া। জানা গিয়েছে, আমেরিকার টেক্সাসে এএন্ডএম ইউনিভার্সিটি-কর্পাস ক্রিস্টি থেকে সদ্য স্নাতক হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের বাপাটলা জেলার কারমেচেদু গ্রামের তরুণী রাজ্যলক্ষ্মী (রাজি) ইয়ারলাগড্ডা। কলেজ পাশ করে তিনি আমেরিকাতেই চাকরি খুঁজছিলেন।
কিন্তু ৭ নভেম্বর তাঁর পরিবার জানতে পারে রাজলক্ষ্মী আর নেই। বন্ধুরা জানিয়েছেন, গত ২ দিন ধরে ভীষণ কাশি এবং বুকে যন্ত্রণা হচ্ছিল রাজলক্ষ্মীর। ৭ নভেম্বর সকালে অ্যালার্ম বাজলেও ঘুম থেকে জাগেননি তিনি। ডাকাডাকির পরেও রাজলক্ষ্মী না উঠলে বন্ধুরা বুঝতে পারেন যে তিনি আর নেই। ঘুমের মধ্যেই মারা গিয়েছেন রাজলক্ষ্মী। ঘটনা জানতে পেরে ভেঙে পড়েছে তরুণীর পরিবার।
জানা গিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে আমেরিকাতেই তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দরিদ্র কৃষক পরিবারের সন্তান রাজলক্ষ্মী অনেক স্বপ্ন নিয়ে আমেরিকা গিয়েছিলেন। পরিবারের একমাত্র ভরসা ছিলেন তিনি। দরিদ্র এবং শোকাহত পরিবারটির সাহায্যে রাজলক্ষ্মীর এক আত্মীয় GoFundMe বলে সাহায্যের তহবিল শুরু করেছেন।
এই প্রচারের মাধ্যমে রাজলক্ষ্মীর অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ, ইয়ারলাগাড্ডার মরদেহ ভারতে পরিবহন, তার শিক্ষাগত ঋণ পরিশোধ এবং তার বাবা-মাকে কিছু আর্থিক সহায়তা প্রদানের জন্য তহবিল সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে।


