কংগ্রেস বিধায়কের কাছে পানীয় জলের দাবি জানাতে সপাটে চড় খেলেন এক যুবক

রাস্তাঘাট পানীয় জলের মতো নিত্য ব্যবহার্য জিনিসগুলি মানুষের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সেই রাস্তাঘাট ও পানীয় জলের কথা বলতেই এক যুবককে সপাটে চড় মারলেন…

কংগ্রেস বিধায়কের কাছে পানীয় জলের দাবি জানাতে সপাটে চড় খেলেন এক যুবক

রাস্তাঘাট পানীয় জলের মতো নিত্য ব্যবহার্য জিনিসগুলি মানুষের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সেই রাস্তাঘাট ও পানীয় জলের কথা বলতেই এক যুবককে সপাটে চড় মারলেন কর্নাটকের (Karnataka) কংগ্রেস বিধায়ক ভেঙ্কটারামানাপ্পা। তিনি ওই যুবককে রীতিমতো জেলের ঘানি টানানোর হুমকিও দিয়েছেন।

ওই যুবকের নাম নরসিংহ মূর্তি। তিনি কর্নাটকে টুমকুর অঞ্চলের নাগেনহাল্লি গ্রামের বাসিন্দা। নাগেনহাল্লি গ্রামে রাস্তাঘাট ও পানীয় জলের সুব্যবস্থা করার জন্য প্রথমে তহসিলদারের দফতরে গিয়ে আবেদন করেন নরসিংহ মূর্তি। এরপর তিনি পাভাগাদা কেন্দ্রের কংগ্রেস (Congress) বিধায়কের কাছে গিয়েও একই অনুরোধ জানান। নরসিংহ মূর্তির অনুরোধ শুনেই মেজাজ হারানো বিধায়ক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে নরসিংহ নাগেনহাল্লি গ্রামে রাস্তাঘাট ও পানীয় জলের ব্যবস্থা করার জন্য বিধায়ককে বলতে গেলে এক সময় তাঁর সঙ্গে ভেঙ্কটারামানাপ্পার তর্কাতর্কি শুরু হয়। এ সময় হঠাৎই বিধায়ক ভেঙ্কটারামানাপ্পা ওই যুবককে সপাটে চড় মারেন। হুমকি দেন অবিলম্বে এখান থেকে চলে না গেলে তিনি তাকে জেলে পাঠাবেন। এরপরই বিধায়কের নিরাপত্তারক্ষীরা নরসিংহকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন।

Advertisements

ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা সকলেই প্রশ্ন তুলেছেন, জনপ্রতিনিধি হয়েও একজন বিধায়ক কিভাবে এ ধরনের আচরণ করলেন। যথারীতি বিষয়টি নিয়ে কংগ্রসকে আক্রমণ করেছে বিজেপি।

বিজেপির আইটি সেলের ইন-চার্জ অমিত মালব্য (Amit Malviya) ওই ভিডিওটি শেয়ার করে কটাক্ষ করেছেন, এর আগে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও তাঁর মন্ত্রিসভার সদস্য ডিকে শিবকুমার কংগ্রেস কর্মীদের এভাবে প্রকাশ্যে চড় মেরেছিলেন। আসলে এটাই কংগ্রেসের সংস্কৃতি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ওই একই পথে চলেন। যে কারণে আমেঠিতে এক যুবক যখন রাহুলকে রাস্তা করে দেওয়ার আর্জি জানিয়ে ছিলেন সে সময় রাহুল ওই যুবককে বিজেপিতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।