Hijab vs Tilak: হিজাব বিতর্কের মাঝে মাথায় তিলক কাটা যুবককে কলেজে ঢুকতে বাধা

আবারও শিরোনামে উঠে এল দক্ষিণী রাজ্য কর্ণাটক। এবার হিজাবের পাল্টা তিলক। হিজাব বিতর্কের মাঝে এবার এক পড়ুয়াকে মাথার তিলক মুছে কলেজে ঢোকার কথা বলা হয়েছে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ইন্দি শহরে।

জানা গিয়েছে, এক পড়ুয়া কলেজে ঢুকতে গেলে তাকে গেটে আটকে দেয় কলেজ কর্তৃপক্ষ, সেইসঙ্গে ওই পড়ুয়াকে কলেজে প্রবেশের জন্য ‘তিলক’ মুছে ফেলতে বলেছিল। তাকে জানানো হয়েছিল যে প্রথাগত ‘তিলক’ হিজাব এবং গেরুয়া স্কার্ফের পাশাপাশি সমস্যা তৈরি করছে। এদিকে ঘটনাকে ঘিরে শিক্ষক ও পড়ুয়ার মধ্যে গুরুতর বাকবিতণ্ডা হয়।

   

রাজ্যে হিজাব বিতর্কের পরিপ্রেক্ষিতে, কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ এবং রাজ্য সরকারের আদেশে হিজাব এবং গেরুয়া স্কার্ফের ব্যবহার সীমিত করা হয়েছিল।

প্রসঙ্গত, সম্প্রতি হিজাব বিতর্কের মাঝে একটি অন্তর্বর্তী রায় দেয় কর্ণাটক হাই কোর্ট। যেখানে আদালত সাফ জানিয়ে দেয়, যতদিন না হিজাব সংক্রান্ত মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন হিজাব-সহ কোনও ধরনের ধর্মীয় পোশাক পরা যাবে না স্কুল ও কলেজে। আদালত জানায়, ‘ফের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক। আমরা চাই রাজ্যে শান্তি ফিরুক।’ 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন