HomeBharatKarnataka: মসজিদে উড়ল গেরুয়া পতাকা

Karnataka: মসজিদে উড়ল গেরুয়া পতাকা

- Advertisement -

রাম নবমী এবং হনুমান জয়ন্তীর মতো উল্লেখযোগ্য উত্সবের সময় বিভিন্ন রাজ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরেও এহেন সংঘর্ষের ঘটনা অব্যাহত থাকে। এরই মাঝে এবার কর্ণাটকের (Karnataka) বেলাগাভি জেলার একটি গ্রামের একটি মসজিদে কিছু দুষ্কৃতী গেরুয়া পতাকা উত্তোলন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে কর্ণাটকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, মসজিদের টাওয়ারে উঠে ভোরের দিকে পতাকা উত্তোলন করে কিছু দুষ্কৃতী। এদিকে ঘটনার কথা প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে জেলার মুদালাগী তালুকের সাত্টিগেরি মাড্ডি মসজিদে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের নেতাদের নিয়ে বৈঠক করে গেরুয়া পতাকা সরিয়ে দেয়।

   

যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার সব স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এপ্রিলের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা আরও বেড়ে যায়। দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকের মতো রাজ্যগুলি এর আগে রাম নবমী এবং হনুমান জয়ন্তীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular