পোস্ট অফিসে সেভিং অ্যাকউন্ট খুললেই আট হাজার! জানুন সত্যিটা

Post Office

ভোর রাত থেকেই পোস্ট অফিসে মহিলাদের তুমুল লাইন। সেই ভিড় সামলাতে ডাকতে হল পুলিশ। এমনই তাজ্জব ঘটনার সাক্ষী রইল বেঙ্গালুরু। জানা গিয়েছে পোস্ট অফিসের একটি বিশেষ প্রকল্পের কথা শুনেই মধ্যরাত থেকে পোস্ট অফিসের সামনে দীর্ঘ লাইন দিল কয়েক হাজার মহিলা।এরই মধ্যে সোমবার এক ব্যতিক্রমী অভিজ্ঞতার সাক্ষী হল বেঙ্গালুরুর জেনারেল পোস্ট অফিস।

Advertisements

একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে, ভোর ৩টে থেকেই বন্যার জলের মতো মহিলারা আসতে শুরু করেছিলেন বেঙ্গালুরু জিপিও-তে। সকলেই সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান। তাদের অ্যাকাউন্ট খোলার চাপ এতটাই বেশি ছিল, যে শেষে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজতর করতে, অতিরিক্ত কর্মীও মোতায়েন করতে হয় পোস্ট অফিসকে। ভিড় নিয়ন্ত্রণের জন্য খবর দিতে হয় পুলিশ বাহিনীকে! কিন্তু কেন হঠাৎ এক শহুরে এলাকার জিপিও-তে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার এত আগ্রহ?

Advertisements

তবে পরে মোহ ভাঙে সকল মহিলার। জানা গিয়েছে যে একটি ভুয়ো খবর রটেছিল।ফেসবুক, টুইটার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে ছড়িয়ে পড়েছিল একটি খবর – ভোটের বাজারে, জিপিওতে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেই অ্যাকাউন্টে ৮,০০০ টাকা করে পাওয়া যাবে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের আওতায় খোলা প্রতিটি অ্যাকাউন্টে টাকা দিচ্ছে ডাক বিভাগ। ওই বিভ্রান্তিকর পোস্ট আরও বলা হয়েছিল, সোমবার পর্যন্তই এই সুবিধা পাওয়ার যাবে।সকাল থেকে মহিলাদের ভিড় বাড়ছে দেখে, প্রবেশপথে একটি পোস্টার লাগাত বাধ্য হয় বেঙ্গালুরু জিপিও। পোস্টারে স্পষ্ট লেখা হয়েছিল, এই জাতীয় নগদ দেওয়ার কোনও কর্মসূচি বা উদ্যোগ ডাক বিভাগ নেয়নি। অ্যাকাউন্ট খুললে কোনও অর্থ পাওয়া যাবে না।