Pakistan Spy: হানি ট্র্যাপে ফাঁসিয়ে দেশের তথ্য পাকিস্তানে পাচার, গুজরাট থেকে আটক এক

jail

এ যেন সিনেমার প্লট। ভারতের তথ্য চুপিসারে চলে যাচ্ছে পাকিস্তানের কাছে। ভারতে থেকেই দিব্যি পড়শি দেশে চলছে খবরের আদান প্রদান। অথচ বোঝার উপায় নেই। নিপাট ভাল মানুষের মতো রয়েছেন তিনি। একদম জলের মতো সাধারণ। কিন্তু তিনি যে পাকিস্তানের গুপ্তচর, সেটা কেউই টেরই পাইনি। বৃহস্পতিবার হঠাৎ গুজরাটের সিআইডির বিরাট টিম হাজির হতেই অবাক সবাই। জানতে পারলেন, নিপাট ওই ভদ্রলোক পাকিস্তানি গুপ্তচরের কাজ করতেন। তিনি আইএসআইকে ভারতীয় সেনাবাহিনীর খবর পাচার করত। সিআইডির টিম এই বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর গুজরাটে ভারুচ থেকে প্রবীণ মিশ্র নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ওই ব্যক্তি পাকিস্তানি গুপ্তচরের কাজ করতেন। ভারতীয় সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যুক্ত বিভিন্ন আর অ্য়ান্ড ডি ফার্মের তথ্য পাকিস্তানে পাঠাতেন ওই ব্যক্তি। তদন্তে জানা গিয়েছে যে ওই ব্যক্তিকে হানি ট্র্যাপের মাধ্যমে প্রথমে ফাঁসানো হয়েছে। তারপরে তাঁকে বিভিন্ন উপায়ে ভয় দেখানো হয়েছে এবং সবশেষে তাঁকে পাকিস্তানের জন্য চরবৃত্তির কাজ করতে বলা হয়েছে। উধমপুরের গোয়েন্দা বাহিনীর কাছ থেকেই গোপন সূত্রে খবর এসেছিল সিআইডির কাছে। এরপরই সিআইডি তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, অভিযুক্ত বেশ কয়েক বছর ধরে গুজরাটে থাকলেও, আদতে সে বিহারের মুজাফ্ফরপুরের বাসিন্দা।

   

সিআইডি সূত্রে আরও জানা গিয়েছে যে ওই ব্যক্তি হোয়াটস অ্যাপের মাধ্যমে খবরের আদান প্রদান করত। হোয়াটসঅ্যাপ কল ও অডিয়ো চ্যাটের মাধ্যমে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত নানা গোপন তথ্য় পাকিস্তানের কাছে বিক্রি করে দিতেন।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন