J&K: আবারও কাশ্মীরের আকাশে দেখা মিলল পাক ড্রোনের

ফের একবার কাশ্মীর উপত্যকার আকাশে দেখা মিলল পাক ড্রোনের। জানা গিয়েছে, রাজপুরা এলাকার গ্রামবাসীরা সাম্বা জেলার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত একটি পাকিস্তানি ড্রোন দেখতে পেয়েছিল। এ…

drone attack

ফের একবার কাশ্মীর উপত্যকার আকাশে দেখা মিলল পাক ড্রোনের। জানা গিয়েছে, রাজপুরা এলাকার গ্রামবাসীরা সাম্বা জেলার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত একটি পাকিস্তানি ড্রোন দেখতে পেয়েছিল।

এ বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রাজপুরা এলাকায় একটি ড্রোন দেখতে পেয়েছে। তিনি বলেন, ‘এরপর এসওজি সাম্বা ভোর ৫টার দিকে একটি তল্লাশি অভিযান শুরু করে এবং এলাকাটি স্ক্যান করার জন্য ড্রোন ব্যবহার করে কিন্তু কিছুই পাওয়া যায়নি।’

ওই কর্মকর্তা আরও জানান, চিলিয়ারি গ্রামে যে ড্রোনটি দেখা গেছে, সেটি প্রায় ১২ মিনিট ধরে আকাশে ঘোরাফেরা করে এবং চক দুলমা গ্রাম থেকে ভারতীয় ভূখণ্ড থেকে বেরিয়ে আসে। ওই আধিকারিক জানান, দু’টি গ্রামের কোনওটিরই মাটিতে তাঁরা কিছু পাননি।

Advertisements

উল্লেখ্য, এক মাসের মধ্যে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় এই নিয়ে দ্বিতীয়বার এমন ড্রোন দেখা গেল। গত জুন মাসে সাম্বার সুনুরা-ঘাগওয়াল গ্রামে একটি ড্রোন দেখা গিয়েছিল।