লোকসভা ভোটের আবহে ফের একবার থরে থরে সাজানো নোটের বান্ডিল উদ্ধার করল পুলিশ। কয়েকদিন আগেই ঝাড়খণ্ড তারপর গতকাল বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশে একটি ট্রাক থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। এবার টাকা উদ্ধার হল বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের ভোপাল থেকে।
জানা গিয়েছে, গত ৯ মে রাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে একটি বাড়ি থেকে নোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ। এই বাড়িতে হানা দিয়ে এসব বান্ডিল বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিষয়টি পুলিশ আয়কর দফতরকেও ইতিমধ্যে জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। নির্বাচন আচরণবিধি থাকায় এ বিষয়ে সব দিক খতিয়ে দেখা হবে। এত বিপুল পরিমাণে নগদ টাকা কেন এখানে রাখা হয়েছিল, এই নগদ টাকা কোথা থেকে এল, কোথা থেকে ব্যবহার করার কথা ছিল, এসবই খতিয়ে দেখা হবে।
ঘটনা প্রসঙ্গে, ডিসিপি প্রিয়াঙ্কা শুক্লা জানিয়েছেন, অশোকা গার্ডেন থানায় কেউ খবর দেয়, এক ব্যক্তির বাড়িতে প্রয়োজনের তুলনায় বেশি নগদ টাকা রাখা হয়েছে। এই খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে থানার পুলিশ। খবর পেয়ে ওই ব্যক্তির বাড়িতে পৌঁছয় পুলিশ। এই বাড়িটি পন্থ নগরের বাসিন্দা কৈলাস ক্ষত্রির। পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। তিনি আরও জানান, ‘৩৮ বছরের কৈলাস খাত্রির বাড়ি থেকে প্রচুর নগদ টাকা উদ্ধার হয়েছে।’ তিনি জানান, তিনি গত ১৮ বছর ধরে মানি এক্সচেঞ্জের লাইনে কাজ করছেন, যার অধীনে তিনি ৫, ১০ ও ২০ টাকার ক্ষতিগ্রস্থ নোট সংগ্রহ করেন, কমিশন সংগ্রহ করেন এবং গ্রাহকদের নতুন নোট সরবরাহ করেন। তাই ভাঙা নোট ও নতুন নোট উদ্ধার করা হয়েছে। গোণার কাজ চলছে। একই বিষয়ে আয়কর দফতরকে জানানো হয়েছে। দফতর বলছে, যদি নগদ অর্থের পরিমাণ ১০ লক্ষ টাকার বেশি হয়, তাহলে তারা তা আমলে নেবে।
#WATCH | DCP Bhopal Zone-1 Priyanka Shukla says, “A large amount of cash has been recovered from the residence of 38-year-old Kailash Khatri. He says that he has been working in the line of money exchange for the last 18 years under which he collects damaged notes in the… https://t.co/eJ0YzOCrov pic.twitter.com/StRC2gdYEj
— ANI (@ANI) May 10, 2024