Assam: সাংবাদিক বিদ্যুৎ মহন্ত হল জঙ্গি, পুলিশ খুঁজছে সূত্র

কী এমন কারণ সাংবাদিকতা ছেড়ে জঙ্গি হতে হল এমনই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। তবে জঙ্গি জীবন স্বেচ্ছায় বেছে নিয়েছে এমনই দাবি করেছে  নিরুদ্দেশ  বিদ্যুৎ মহন্ত। অসমের (Assam) নিষিদ্ধ আলফা (স্বাধীনতা) সংগঠনে সে যোগ দিয়েছে এমনই ঘোষণা ফেসবুকে পোস্ট করেছে। সাংবাদিকতা ছেড়ে বিদ্যুৎ মহন্ত জঙ্গি হওয়ার ঘটনায় অসম সরগরম।

Advertisements

মনে করা হচ্ছে, আলফা প্রধান ও মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা পরেশ বড়ুয়ার নির্দেশে বিদ্যুতকে প্রতিবেশি কোনও দেশে জঙ্গি শিবিরে রাখা হয়েছে। পরেশ বড়ুয়া একাধিক নাশকতা ও ভারত বিরোধী ষড়যন্ত্রে জড়িত। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা বলবত আছে বাংলাদেশে। চিন ও মায়ানমারের বিভিন্ন শিবিরে থাকে আলফা প্রধান। বারবার তার সাথে শান্তি বৈঠকের বার্তা দিলেও বড়ুয়া নীরব।

এমনই পরেশ বড়ুয়ার নিয়ন্ত্রনাধীন আলফা (স্বাধীনতা) জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে বিদ্যুৎ মহন্ত। অসমের এই সাংবাদিক ডিব্রুগড় জেলার অন্তর্গত নাহারকাটিয়ার বাসিন্দা। বিদ্যুত মহন্ত  একটি স্থানীয় দৈনিকের সাংবাদিক। সে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে ফেসবুকে অসমীয়া ভাষায় একটি দীর্ঘ পোস্ট লিখেছে।

Advertisements

সাংবাদিক থেকে জঙ্গি হওয়ার পর বিদ্যুৎকে ঘিরে  ব্যাপক তোলপাড় শুরু অসমে। তবে বিদ্যুতের আগে ডিব্রুগড়ের বোরপাথার থেকে এক যুবক জঙ্গি সংগঠনে যোগ দেয়। ওই ব্যক্তি ডিব্রুগড়ের দামোইখাটির বাসিন্দা। তার পলাশ কোনয়ার।