সাড়ে চার বছরের শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত বালক

সাড়ে চার বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। অভিযুক্ত ৯ বছরের এক বালক। মহারাষ্ট্রের পূর্ব কল্যাণের বিঠলে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ওই শিশুকন্যা ও অভিযুক্ত বালক দুই প্রতিবেশী পরিবার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।পস্কো আইনে ওই নাবালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

মেয়েটির পরিবারের অভিযোগ, ছেলেটি তাকে খেলার জন্য ডেকেছিল। মেয়েটি খেলার জন্য গেলে ওই নাবালক তাকে বাড়ির পিছনে নিয়ে গিয়ে তার উপর নির্যাতন চালায়। তবে ওই শিশুটি বাড়ি ফিরে তার মা-বাবাকে কিছু জানায়নি। কিন্তু হঠাৎই তার শরীর খারাপ হলে তার মা-বাবা ঘটনাটি জানতে পারে।

   

শিশুটির মা জানিয়েছেন, মেয়ের অবস্থায় দেখেই তিনি আন্দাজ করেছিলেন এ তাঁর মেয়ের সঙ্গে খারাপ কিছু হয়েছে। তখন তিনি মেয়ের কাছে সব ঘটনা জানতে চান। ওইটুকু শিশু সব কথা ঠিকমতো বুঝিয়ে বলতে পারছিল না। কিন্তু একজন মা হিসাবে তাঁর পুরো বিষয়টি বুঝতে বেশি সময় লাগেনি। এর পরই তিনি ১৫ এপ্রিল স্থানীয় থানায় গিয়ে ওই নাবালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে সে চরম আতঙ্কে রয়েছে।

ওই শিশুটির ডাক্তারি পরীক্ষাও করিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ অভিযুক্ত বালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও পকসো আইনে অভিযোগ দায়ের করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আটক করা হয়নি ওই বালককে। এরই মধ্যে এলাকার কয়েকজন বাসিন্দা দুই পরিবারের মধ্যে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়া পরামর্শ দিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন