জম্মু ও কাশ্মীরে (J&K) জঙ্গিদের অতর্কিত হামলার ধারাবাহিকতা যেন থামারই নাম নিচ্ছে না। আজ রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরির মানজাকোট এলাকায় সেনা ছাউনির কাছে কয়েক রাউন্ড গুলি চলেছে বলে জানালো সেনা।
তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে খবর। সূত্রের খবর, জঙ্গিরা অতর্কিতে এই হামলা চালায় বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে প্রায় আধ ঘণ্টা ধরে চলা গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হয়েছে। এদিকে জঙ্গিরা পাশের জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাকে ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে এলাকাজুড়ে। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় এনকাউন্টারে ৪ জঙ্গিকে নিকেশ করেছে সেনা বাহিনী। যদিও ভারত মাতার জীবন রক্ষা করতে গিয়ে ২ সেনা জওয়ান জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন বলে খবর। এদিকে এই ঘটনার কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও আজ রবিবার সকাল থেকে অ্যাকশন মুডে রয়েছে সেনা। কুলগামে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে সকাল সকাল।
আধিকারিকরা জানিয়েছেন, কুলগামের ফ্রিসাল চিন্নিগাম এলাকায় ঘিরে ফেলা ও তল্লাশি অভিযান শুরু হলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। তিনি বলেন, এনকাউন্টারে এখনও পর্যন্ত চার জঙ্গির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের ড্রোন ফুটেজে চারটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেলেও গোলাগুলি চলছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
J&K: A few rounds of bullets were fired near an army camp in the Manjakot area of Rajouri. Search Operation has been launched: Army Officials
More details awaited.
— ANI (@ANI) July 7, 2024