Home Bharat SBI: স্টেট ব্যাঙ্কে ঢুকল বিরাট ষাঁড়! ক্যাশ কাউন্টারের সামনে করল ভোঁস ভোঁস!

SBI: স্টেট ব্যাঙ্কে ঢুকল বিরাট ষাঁড়! ক্যাশ কাউন্টারের সামনে করল ভোঁস ভোঁস!

SBI

ব্যাঙ্কে হাজির গ্রাহক ষাঁড়! এমনও হয় নাকি? যেভাবে ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে ভোঁস ভোঁস করছে ষাঁড় তাতে সামাজিক মাধ্যমে মজাদার প্রশ্ন, ও টাকা নিতে এসেছে। আর SBI কর্মীরা ভয়ে সিঁটিয়ে গেছেন। ওই বিরাট ষাঁড় যদি একটু গুঁতিয়ে দেয় তাহলেই মৃত্যু। তবে ষাঁড় নিজের মনে ব্যাঙ্কের মধ্যে ঘুরছে আর ভোঁস ভোঁস করছে। এমন ভিডিও ভাইরাল।

Advertisements

একটি ষাঁড় উত্তরপ্রদেশের উন্নাওতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাহগঞ্জ শাখায় ঢুকে পড়ে। স্থানীয় সদর বাজার এলাকায় অবস্থিত এই ব্যাঙ্ক। সেখানে ষাঁড় ঢুকে পড়াপ ঘটনায় কর্মচারী ও গ্রাহকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি হয়। ঠাণ্ডা থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে ষাঁড়। উত্তরপ্রদেশে চলছে শৈত্যপ্রবাহ।

   

অপ্রত্যাশিত অতিথিকে দেখে গ্রাহক এবং ব্যাঙ্কের কর্মীদের এক কোণে একসঙ্গে জড়ো হতে দেখা যায় ওই ভিডিওতে। নিরাপত্তারক্ষী লাঠি দিয়ে ষাঁড়ের তাড়ানোর  চেষ্টা করেন এবং লোকেদের পিছিয়ে যেতে বলেন। এসবিআই শাখার কয়েকজন বলেছেন ওই ষাঁড়টিকে এলাকায় ঘুরতে দেখা যায়।  তার সাথে আরেকটি ষাঁড়ের মাঝে মধ্যে সংঘর্ষ হয়। 

Advertisements