দীপাবলির আগেই রাজধানীর আকাশে ধোঁয়াশার চাদর!

নয়াদিল্লি: শীত আসতে এখনও দেরি। এদিকে দীপাবলির আগেই ধোঁয়াশার চাদরে ধেকেছে রাজধানীর আকাশ। রবিবার সকালে দিল্লির (Delhi) এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (AQI) পেরিয়ে গেল ৪০০-র ঘর। লাগাতার ষষ্ঠ দিন দিল্লির বাতাসের মান খারাপ থেকে খারাপ-তর হয়েছে। রবিবার সকালে বাতাসের মান আরও কমে অক্ষরধাম এলাকায় AQI 426 রেকর্ড করা হয়েছে, যা ‘গুরুতর’।

Advertisements

এই মরশুমে শহরের সর্বোচ্চ দূষণের মাত্রাগুলির মধ্যে একটি বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB)। এছাড়াও আনন্দ বিহার এলাকার AQI ৪১৮ এবং বড়পুল্লার AQI ২৯০ ধরা পড়েছে। ইন্ডিয়া গেট এলাকায় রবিবার সকালে AQI ২৬৯ ধরা পড়েছে। দূষণ নিয়ন্ত্রণে ওই চত্বরে ওয়াটার স্প্রিঙ্কলার চালু করা হয়েছে। এই দূষণের কারণ হিসেবে যানবাহনের ধোঁয়াকেই দায়ী করেছে ডিসিশান সাপোর্ট সিস্টেম।

দীপাবলির পর বাড়বে দূষণ মাত্রা

Advertisements

বলা বাহুল্য, প্রতি বছর দীপাবলির পর থেকে পুরো শীতকাল জুড়ে দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকা নিশ্বাস নেওয়ার উপযুক্ত থাকে না। দীপাবলির বাজির ধোঁয়া এবং শীতের মরশুমে পাঞ্জাব, হরিয়ানায় বিচারি পোড়ানর জেরে বাতাসে ব্যাপক পরিমাণে বিষাক্ত গ্যাস এবং ধূলিকণা মিশে ধোঁয়াশার সৃষ্টি করে।

এবছর দীর্ঘ আলাপ আলোচনা এবং প্রতিশ্রুতির পর আদালতের কাছ থেকে দীপাবলিতে বাজি পোড়ানর অনুমতি জোগাড় করেছে দিল্লি সরকার। সুপ্রিম কোর্ট কেবলমাত্র ‘সবুজ বাজি’র ক্ষেত্রেই সবুজ সংকেত দিয়েছে। কিন্তু তা কতটা কার্যকর হবে তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। দীপাবলির আগেই দিল্লির বাতাসের এই পরিমাণে দূষণ দেখে আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদরা।