HomeBharatBJP নেতাকে গুলি করে খুন, ব্যাপক শোরগোল

BJP নেতাকে গুলি করে খুন, ব্যাপক শোরগোল

- Advertisement -

লোকসভা ভোট মিটতে না মিটতেই এক বিজেপি (BJP) নেতাকে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল রাজ্য। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মাহোবায় এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খুনের কারণ এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। এদিকে এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই জেলার বড় বড় নেতা-বিধায়করা সকলেই আতঙ্কিত। উত্তরপ্রদেশের মাহোবার চরখারি কোতোয়ালি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত বিজেপি নেতার নাম শচীন পাঠক। তাঁকে কেউ বা কারা খুন করেছে বলে অভিযোগ। পরিবারের তরফে লুটপাটেরও অভিযোগ তোলা হয়েছে। তবে বিএজপি নেতার এহেন আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

   

পরিবারের অভিযোগ, ডাকাতির জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনায় মৃত্যুর কারণ দ্রুত প্রকাশের জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, আসলে শচীন পাঠকের হাতে আংটি এবং গলায় চেন ছিল। তবে তার আংটি, চেইন, মোবাইল ও নগদ টাকা পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে পুলিশের সন্দেহ, ডাকাতি করতেই শচীনকে কেউ বা কারা খুন করেছে। পরিবারের সদস্যরাও ডাকাতি ও খুনের আশঙ্কা করছেন। এই হত্যাকাণ্ডের পেছনে পারস্পরিক কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

শচীন পাঠকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। অনেক বড় বড় নেতা-বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তরপ্রদেশের মন্ত্রী রাকেশ রাঠোরও। বিজেপি যুব মোর্চা মণ্ডলের সভাপতি ছিলেন শচীন পাঠক।ঘটনাকে কেন্দ্র করে আশপাশের মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করলেও অভিযুক্তদের এখনও চিহ্নিত করা যায়নি।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular