আইটি কোম্পানিতে কর্মরত বাঙালি যুবকের রহস্যজনকে মৃত্যু

police

ফের ভিন রাজ্যে অস্বাভাবিক মৃত্যু বাংলার যুবকের। জয়নগরের বাসিন্দা অনুপম চক্রবর্তীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার অন্ধ্রপ্রদেশে। ঘটনাস্থল থেকে পুলিশ দেহটি উদ্ধার করে কলকাতায় নিয়ে আসে। তবে পরিবারের দাবি খুন করা হয়েছে তাদের ছেলেকে।

বিশাখাপত্তনমের একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন ওই যুবক। বাবা মায়ের সঙ্গে রোজই ফোনে কথা হতো অনুপমের। গত শনিবার সকাল থেকে তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেনি পরিবার। বন্ধ ছিল ফোন। এরপরে ছেলের মৃত্যুর খবর আসে বাড়িতে। পরিবারের অভিযোগ, তাদের ছেলের মৃত্যু সম্পূর্ণ অস্বাভাবিক। আর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। তাদের ছেলেকে খুন করা হয়েছে। সেখাকার পুলিশ জানিয়েছে ট্রেন দুর্ঘটনার ফলে এই যুবকের মৃত্যু। তবে এই কথা মানতে নারাজ তার পরিবার।

   

ওই যুবকের বাবা এবং মা গত সপ্তাহে তাদের ছেলের কাছে গিয়েছিলেন। এবং সেখানে বেশ কয়েকদিন ছিলেন। তারপরে ছেলের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা পরিবার কোনও মতেই মেনে নিতে পারছে না। এবং তাদের বক্তব্য অনুপমকে খুন করা হয়েছে। এই ঘটনার পেছনে রয়েছে কারোর চক্রান্ত। তারা দ্রুত তদন্তের দাবি জানিয়েছে।

এ বিষয়ে মৃতের মা জানিয়েছেন, ” আমার ছেলে রোজই ফোন করতো কিন্তু সেদিন ফোন না করায় বারবার চেষ্টা করি কিন্তু ফোন সুইচ অফ বলে। এর আগে ওর অফিসে সমস্যা হয়েছিল। শরীর অসুস্থ থাকার কারণে সাত আট দিন ছুটি নিয়েছিল পরে যখন অফিসে যায় তখন সুপারভাইজার থেকে শুরু করে অনেকেই তাকে বলে কেন এসেছিস বেরিয়ে যা অফিস থেকে কলকাতায় চলে যা। যারা আমার ছেলেকে নির্মমভাবে মেরেছে তাদের যেন শাস্তি হয়”।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন