পায়ুদ্বারে প্রায় ১ কেজি সোনা নিয়ে গ্রেফতার বিমানসেবিকা!

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের জন্য কর্মরত ছিলেন কলকাতার নিবাসী এক বিমানসেবিকা। তার ওপর কান্নুর বিমানবন্দরে সোনা চোরাচালান এবং তার পায়ুদ্বারে সোনা লুকিয়ে রাখার অভিযোগ থাকায় তাকে…

air hostress

short-samachar

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের জন্য কর্মরত ছিলেন কলকাতার নিবাসী এক বিমানসেবিকা। তার ওপর কান্নুর বিমানবন্দরে সোনা চোরাচালান এবং তার পায়ুদ্বারে সোনা লুকিয়ে রাখার অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর সূত্রে জানা যাচ্ছে ।

   

শুক্রবার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) একটি সূত্র জানিয়েছে, কেরালার কান্নুর বিমানবন্দরে সোনা চোরাচালান এবং তার পায়ুদ্বারে সোনা লুকিয়ে রাখার অভিযোগে একজন বিমানসেবিকাকে গ্রেপ্তার করা হয়েছে।সুরভী খাতুন নামে ওই বিমানসেবিকার বিরূদ্ধে পায়ুদ্বারে প্রায় ৯৬০ গ্রাম সোনা লুকিয়ে রাখার অভিযোগ রয়েছে। তিনি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের জন্য কাজ করতেন এবং ২৮শে মে মাসকট থেকে কান্নুর অবতরণ করা বিমানের কেবিন ক্রুর সদস্য ছিলেন।

কান্নুর বিমানবন্দরে সোনা বাজেয়াপ্ত করেছে ডিআরআই কর্মকর্তারা। সুরভী খাতুনকে পরে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। সুরভী খাতুনের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকবার স্বর্ণ পাচার করার অভিযোগ করা হয়।