হাঁটুর বয়সী জামাইয়ের সঙ্গে উদ্দাম প্রেম! ফ্যালফ্যাল করে তাকিয়ে নাতি-নাতনিরা

প্রেম কি সত্যিই অন্ধ? কথায় আছে প্রেম অন্ধ। কিন্ত বাস্তব জীবনে সেই প্রেমের আদর্শ উদাহরণ দিলেন জামাই- শাশুড়ি। হাঁটুর বয়সী জামাইয়ের সঙ্গে গদ্গদ প্রেমে মগ্ন…

mother in law flew with son in law

প্রেম কি সত্যিই অন্ধ? কথায় আছে প্রেম অন্ধ। কিন্ত বাস্তব জীবনে সেই প্রেমের আদর্শ উদাহরণ দিলেন জামাই- শাশুড়ি। হাঁটুর বয়সী জামাইয়ের সঙ্গে গদ্গদ প্রেমে মগ্ন শাশুড়ি। সেই প্রেমের এতই মহিমা যে তাঁদের কাণ্ড দেখে হতবাক নাতি-নাতনিরা। এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশের মোরাদাবাদ। হাঁটুর বয়সী জামাইয়ের সঙ্গে শেষপর্যন্ত পালিয়ে গেলেন শাশুড়ি। আর এই ঘটনায় অবাক শাশুড়ির নাতি-নাতনী এবং তাঁর মেয়ে এবং স্বামী।

জানা গিয়েছে কুন্দরকি এলাকার বাসিন্দা, বছর চল্লিশের এক মহিলা প্রেমে পড়েন তাঁর জামাইয়ের, যে তাঁর থেকে বয়সে ১৩ বছরের ছোট। জামাইও স্ত্রীকে ছেড়ে শাশুড়ির প্রেমেই মজেন। শাশুড়ির সঙ্গে ফোনে প্রেমালাপ শুরু হয়। দেখা করার জন্য স্ত্রীকে নিয়ে ঘনঘন শ্বশুরবাড়ি আসতে শুরু করেন জামাই। এভাবেই জমে ওঠে প্রেম। সন্তান, নাতি-নাতনি ভুলেই তারা গোপনে সম্পর্কে জড়ান।

   

Advertisements

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের সূত্র ধরে জানা গিয়েছে যে, তাঁদের প্রেম যখন চরমসীমায় পৌঁছে যায় তখন তাঁরা সিদ্ধান্ত নেয় যে তাঁরা একসঙ্গে সংসার করেবন। কিন্তু বাঁধ সাধে তাঁদের পূর্ববর্তী সংসার। তাই তাঁরা একটি ফন্দি আঁটে। তাঁরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।ব্যাঙ্কে যাওয়ার নাম করেই শাশুড়ি-জামাই বেরলেন বাড়ি থেকে। জামাইয়ের বাইকের পিছনে সেই যে বাড়ি থেকে বেরলেন, আর বাড়ি ফিরলেন না। দিকে, ঘণ্টার পর ঘণ্টা গায়েব থাকায়, শ্বশুরের সন্দেহ হয়। এদিক ওদিক জিজ্ঞাসা করার পর থানায় যান। দুইজনের নামে নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ ওই যুগলের খোঁজে তল্লাশি শুরু করেছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News