আচমকা বহুতল ভেঙে মর্মান্তিক মৃত্যু ১০ জনের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অধিকাংশ রাজ্য। বিদায় বেলায় যেন রুদ্রমূর্তি ধারণ করেছে বর্ষা। তবে এসবের মাঝেই উত্তরপ্রদেশে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। বহুতল…

building

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অধিকাংশ রাজ্য। বিদায় বেলায় যেন রুদ্রমূর্তি ধারণ করেছে বর্ষা। তবে এসবের মাঝেই উত্তরপ্রদেশে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। বহুতল ভেঙে (Building Collapsed) মৃত্যু হল কমপক্ষে ১০ জনের।

উত্তর প্রদেশের (Uttar Pradesh) মিরাট শহরের জাকির কলোনি এলাকায় একটি তিনতলা বাড়ি ভেঙে ১০ জনের মৃত্যু হয়েছে। তথ্য দফতর সূত্রে খবর, আটকে পড়া মোট ১৫ জনের মধ্যে ১৪ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হয়েছে। যাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে ধংসস্তুপের নিচে অনেকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। জাকির কলোনিতে উদ্ধার অভিযানের অংশ হিসাবে এনডিআরএফ এবং এসডিআরএফ দল ধ্বংসস্তূপের নীচে মানুষের জীবনের চিহ্ন সনাক্ত করতে স্নিফার ডগ ব্যবহার করছে।

   

জেলা ম্যাজিস্ট্রেট দীপক মীনা বলেছিলেন যে শনিবার একটি বহুতল ভেঙে পড়ার পরে তিনজনের মৃত্যু হয়েছে এবং ছয়জন ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। তবে যত সময় এগোচ্ছে মৃত ও আহতের সংখ্যা বাড়ছে। জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। যদিও বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারীদের।

ঘটনার ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজে গতি আনতে এবং আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মীরাটের ডিভিশনাল কমিশনার সেলভা কুমারী বলেন, ‘জাকির কলোনিতে একটি বাড়ি ভেঙে পড়েছে। এর নিচে আটকা পড়েছেন ৮-১০ জন। উদ্ধারকাজ চলছে।’

এডিজি ডিকে ঠাকুর জানিয়েছেন, পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন, সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফকে খবর দেওয়া হয়েছে। আমরোহা ও সাহারানপুর থেকে এসডিআরএফ দলকে ডাকা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে পর্যবেক্ষণ করছেন এবং ত্রাণ ও উদ্ধার কাজ চলছে।