অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় ভয়াবহ পদপিষ্টের ঘটনায় প্রাণ গেল অন্তত নয় জন ভক্তের। শনিবার সকালে রাজ্যের কাশিবুগ্গা শহরের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে একাদশী উপলক্ষে বিপুল ভিড়ের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
একাদশীর পুণ্যতিথিতে ভক্তদের ঢল
স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, একাদশীর পুণ্যতিথি উপলক্ষে সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল নামে। হঠাৎই অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে কয়েকজন ভক্ত মাটিতে পড়ে যান, তার পর মুহূর্তেই শুরু হয় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি। ঘটনাস্থলেই বহু মানুষ পদপিষ্ট হন।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মন্দির চত্বর থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে মাটিতে অচেতন হয়ে পড়ে আছেন বহু ভক্ত, চারিদিকে আতঙ্কের পরিবেশ।
শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন,
“কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।”
মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের দ্রুত তৎপরতার নির্দেশ দিয়েছেন এবং আহতদের চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা তদারক করতে বলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ মোতায়েন
রাষ্ট্রের কৃষিমন্ত্রী কেএ আট্চান্নাইডুও ঘটনাস্থলে পৌঁছে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে বিশৃঙ্খলা না ঘটে।
কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দির অন্ধ্রপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মস্থান। একাদশী উপলক্ষে প্রতিবছর হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। এই বছরের ঘটনাটি গোটা রাজ্যে গভীর শোক ও ক্ষোভের সঞ্চার করেছে।
