বিজেপি শাসিত রাজ্যে মার্কশিট জালিয়াতি, গ্রেফতার ৯

নিট-নেট বিতর্কে সমগ্র দেশ উত্তাল। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ, আন্দোলন। এসবের মাঝেও আরও বেশ কিছু রাজ্য থেকে পরীক্ষায় কারচুপির অভিযোগ উঠে আসছে। যার মধ্যে অন্যতম…

নিট-নেট বিতর্কে সমগ্র দেশ উত্তাল। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ, আন্দোলন। এসবের মাঝেও আরও বেশ কিছু রাজ্য থেকে পরীক্ষায় কারচুপির অভিযোগ উঠে আসছে। যার মধ্যে অন্যতম হল আসাম। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে মার্কশিট কেলেঙ্কারির (Marksheet Scam) অভিযোগ উঠেছে। এবার এই ঘটনায় চরম পদক্ষেপ নিল পুলিশ।

গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে মার্কশিট কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৯ জনকে গ্রেফতার করল বরপেটা রোড থানার পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে যে আর্থিক লেনদেনের মাধ্যমে শিক্ষার্থীদের মার্কশিটে অবৈধভাবে নম্বর বাড়ানো হয়েছিল। বৃহস্পতিবার বরপেটায় মুখ্যমন্ত্রী তথা ডঃ হিমন্ত বিশ্ব শর্মা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন। তিনি নিশ্চিত জানান যে আসাম পুলিশ এবং সিআইডি যৌথভাবে এই মামলার তদন্ত করছে, যার ফলে এখনও পর্যন্ত আট অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পরে এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।

   

এই ঘটনায় আরও অনেক গ্রেফতারির আশঙ্কা করা হচ্ছে। বরপেটা রোডের গণেশলাল চৌধুরী কলেজ (জিএলসি কলেজ) কর্তৃপক্ষ স্নাতক ষষ্ঠ বর্ষের ছাত্র আজিজুল হকের নম্বরে গরমিল দেখতে পায়। এরপরেই এই কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে আসে। বরপেটা রোড থানায় তাত্ক্ষণিকভাবে একটি মামলা দায়ের করা হয়।

মার্কশিট জালিয়াতিকাণ্ডে আটক করা হয় আরএসএসের এক নেতাকে। ধৃতের নাম শিবতোষ মাহাতো। সে ধুবরির বাসিন্দা। সংঘের পদস্থ কর্তা এবং ধুবরি আইন কলেজের কম্পিউটারের অধ্যাপক। কম্পিউটারে তৈরি মার্কশিটেই জালিয়াতির অভিযোগে সরগরম হয়ে রয়েছে আসাম।

শুক্রবার বিকেলে সংঘ সেবক শিবতোষকে আটক করে বরপেটার পুলিশ। পুলিশের দাবি, গণেশলাল চৌধুরী কলেজের ঘটনার সঙ্গেও শিবতোষ জড়িত। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই কলেজে মার্কশিট জালিয়াতির অভিযোগ উঠেছে। তার তদন্ত করছে সিআইডি।