রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, মর্মান্তিক মৃত্যু শিশু সহ ৮ জনের

লাগাতার জঙ্গি হানার মাঝে আবারো কাশ্মীরে (J&K) বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের ৮ সদস্যের। আজ শনিবাসরীয় দুপুরে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার ডাকসুমে…

লাগাতার জঙ্গি হানার মাঝে আবারো কাশ্মীরে (J&K) বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের ৮ সদস্যের। আজ শনিবাসরীয় দুপুরে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার ডাকসুমে ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Accident) ঘটেছে। ঘটনাস্থলেই একই পরিবারের আট জনের মৃত্যু হয়। সকলেই কিশতওয়ারের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিস্তওয়ার থেকে সিন্থান টপ হয়ে মারওয়া যাচ্ছিল পরিবারটি। তারপরই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় পরিবারটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইমতিয়াজের, যিনি কিনা পেশায় আবার একজন পুলিশ সদস্য ছিলেন। গাড়িতে পাঁচ শিশু ও দুজন মহিলা ছিলেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন ইমতিয়াজ ও তার স্ত্রী আফরোজা। এছাড়া মৃত্যু হয়েছে আরও অনেকের। 

   

মৃতরা হল ইমতিয়াজ (৪৫), আফরোজা বেগম (৪০), রেশমা (৪০), আরিবা (১২), আনিয়া (১০), আবান (৬), মুসাইব (১৬), মুশায়েল মজিদ (৮)। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের ডাকসুম এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাঁদে পড়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। 

পুলিশ জানিয়েছে, JK03H9017 রেজিস্ট্রেশন নম্বরের সুমো গাড়িটি জম্মুর কিশতওয়ার থেকে আসছিল এবং ডাকসুমের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ৫ শিশু, ২ জন মহিলা ও ১ জন পুরুষ (পুলিশ সদস্য) সহ আটজন মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।