জনবহুল রাস্তায় রাজকীয় কায়দায় ঘুরছে কুমির! দেখেই চক্ষু চড়ক

জলের কুমির ঘুরছে ডাঙায়। তাও জনবহুল রাস্তায়। যা দেথে কিছুক্ষণ নিজের চোখকেই বিস্বাস করতে পারেননি গাড়ির চালকরা। তারপর সম্বিত ফিরতেই চক্ষু চড়কগাছ। তবে, তাতে হেলদোল…

Crocodile Appears On Maharashtra Street, মহারাষ্ট্রের রত্নগিরিতে রাস্তায় ঘুরছে কুমির

জলের কুমির ঘুরছে ডাঙায়। তাও জনবহুল রাস্তায়। যা দেথে কিছুক্ষণ নিজের চোখকেই বিস্বাস করতে পারেননি গাড়ির চালকরা। তারপর সম্বিত ফিরতেই চক্ষু চড়কগাছ। তবে, তাতে হেলদোল নেই সেই অতিকায় সরীসৃপটির। নাদুসনুদুসভাবে সে এগিয়ে চলেছে। এসবের মধ্যেই অনেকে আবার কুমিরটির ভিডিও তুলেছে। যা সমাজমাধ্যমে ভাইরাল হয়।

রবিবার রাস্তার উপর বড় সাইজের একটি কুমিরকে হাঁটতে দেখা য়ায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, রাস্তার উপর দিয়ে রাজকীয় কায়দায় হেঁটে যাচ্ছিল কুমিরটি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, বর্ষণমুখর রাস্তার উপর কুমির হেঁটে বেড়াচ্ছে। সোমবার এই ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।

   

ভোট মিটতেই তেলের বাজার গরম, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

স্থানীয়দের মতে, শিবা নদী থেকে কুমিরটি ভেসে এসেছে। কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে রাজ্যের অধিকাংশ নদীর জলস্তর বেড়ে গিয়েছে। তার জেরেই জলের কুমির ডাঙায় চলে আসে। গত বছরের শুরুর দিকে, এরকই একটি ঘটনা ঘটে ভাদোদরায়। বর্ষায় বিশ্বামিত্রী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় একটি কুমির সংলগ্ন লোকালয়ে চলে এসেছিল।

প্রশাসনের তরফে এখনও কোনও সাড়া মেলেনি। শুধু এলাকাবাসীকে কুমির সম্পর্কে সাবধান করে দেওয়া হয়েছে এবং কোথাও কুমির দেখতে পেলে কর্তৃপক্ষকে খবর দিতে বলা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) পর্যন্ত বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।