প্রায় অর্ধেকের বেশী ছাত্রছাত্রী পুনরায় দিল না NEET UG! দানা বাঁধছে রহস্য

প্রায় ৪৮ শতাংশ পরীক্ষার্থী পুনরায় নিট উজি(NEET UG) পরীক্ষা দিতেই এলে না! একটি সর্বভারতীয় সংবাদসংস্থার খবরের সূত্র ধরে জানা গিয়েছে ১৫৬৩ জন ছাত্রছাত্রীর মধ্যে ৭৫০…

NEET

প্রায় ৪৮ শতাংশ পরীক্ষার্থী পুনরায় নিট উজি(NEET UG) পরীক্ষা দিতেই এলে না! একটি সর্বভারতীয় সংবাদসংস্থার খবরের সূত্র ধরে জানা গিয়েছে ১৫৬৩ জন ছাত্রছাত্রীর মধ্যে ৭৫০ জন ছাত্রছাত্রী পুনরায় পরীক্ষা দিতে আসেনি। শতাংশের হিসেবে যা প্রায় ৪৮ শতাংশের কাছাকাছি। ন্যাশানাল টেস্টিং এজেন্সির সূত্র ধরে জানা গিয়েছে যে সমস্ত পরীক্ষার্থীরা সুপ্রিম কোর্টে গ্রেস মার্কের জন্য আবেদন করেছিল, তারাই আজ পুনরায় পরীক্ষা দিতে এসেছিল।

বন্ধ স্কুল, জমি বেঁচে টাকার যোগান? মমতার প্রস্তাবে জোর জল্পনা!

   

খবরের সূত্র ধরে জানা গিয়েছে, মোট ৮১৩ পুনঃপরীক্ষা দিয়েছে এবং৭৫০ এড়িয়ে গেছে, আজ সন্ধ্যায় ন্যাশানাল টেস্টিং এজেন্সির( NTA) দ্বারা প্রকাশিত তথ্য দেখায়।ন্যাশানাল টেস্টিং এজেন্সির ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, মেঘালয় এবং চণ্ডীগড়, একটি কেন্দ্রশাসিত অঞ্চলে সাতটি পরীক্ষা কেন্দ্র খুলেছিল। কতজন শিক্ষার্থী পুনরায় পরীক্ষা দিয়েছে, কতজন বাদ পড়েছে এবং অবস্থানের তালিকা নিচে দেওয়া হল।

‘সব সুবিধা নিয়েছে, কিন্তু ভোট দেয়নি’, মুসলিমদের নিশানা অসমের মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত নেট বা নিট, সর্বভারতীয় এই পরীক্ষাগুলো নিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। বিস্তর অভিযোগ পরীক্ষা নিয়ামক সংস্থার ভূমিকায়। অস্বস্তিতে কেন্দ্র। ভবিষ্যতে সর্বভারতীয় পরীক্ষাগুলোতে জালিয়াতি রুখতে তাই বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ করল কেন্দ্র। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় নকল রুখতে আনা লাগু হল কঠোর আইন। কার্যকর করা হল, পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ কার্যকর করা হয়েছে। আগামী ১ জুলাই থেকেই এই আইন কার্যকর হবে।গত ফেব্রুয়ারি মাসেই এই আইন পাস হয়েছিল, যদিও শুক্রবার নিট-নেট বিতর্কের মাঝে কেন্দ্রের তরফে এই আইনের নির্দেশিকা জারি করা হয়েছে।