বাতিল ৭২টি ট্রেন, হাওড়া-শালিমার-সাঁতরাগাছির যাত্রীদের মাথায় হাত

উৎসবের মরসুমে এবার রেল যাত্রীদের জন্য রইল বড় খবর। আপনিও যদি আগামী কয়েকদিনের মধ্যে ট্রেন ভ্রমণ করবেন বলে ভেবে থাকেন বা টিকিট কাটবেন বলে ভাবছেন…

উৎসবের মরসুমে এবার রেল যাত্রীদের জন্য রইল বড় খবর। আপনিও যদি আগামী কয়েকদিনের মধ্যে ট্রেন ভ্রমণ করবেন বলে ভেবে থাকেন বা টিকিট কাটবেন বলে ভাবছেন তাহলে সাবধানে থাকুন। কারণ এবার এক ধাক্কায় ৭২টি ট্রেন বাতিল (Train Cancelled) করে দিল রেল। স্বাভাবিকভাবেই রেল যাত্রীরা নতুন করে সমস্যার মুখে পড়বেন সেটা বলাই বাহুল্য।

চলতি মাসের ১৯ তারিখ রাখীবন্ধন। আর এই বিশেষ দিনে বেশিরভাগ মানুষ বাড়ি যান। কেউ যান বাসে তো আবার কেউ যান ট্রেনে। কিন্তু যারা ট্রেনে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য রইল খারাপ খবর। রাখীবন্ধনের আগে ইতিমধ্যেই ৭২টি ট্রেন বাতিল করেছে রেল। জেনে নিন কোন রুটে বাতিল করা হয়েছে এসব ট্রেন।

   

ভারতীয় রেলের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব মধ্য রেলের নাগপুর রেল বিভাগের রাজনন্দগাঁও রেলওয়ে বিভাগে বৈদ্যুতিন ইন্টারলকিংয়ের কাজ চলছে। যার কারণে একগুচ্ছ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ইন্টারলকিং এবং প্রি-নন-ইন্টারলকিংয়ের এই কাজটি ৪ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত করা হবে। এরপর ১৪ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত নন-ইন্টারলকিংয়ের কাজ করা হবে। মোট ৭২টি ট্রেন বাতিল করা হয়েছে। এক নজরে দেখে নিন তালিকা…

০৮৭১১ ডোঙ্গারগড়-গন্ডিয়া এমইএমইউ স্পেশাল ৭ থেকে ১৯ আগস্ট, ২০২৪ পর্যন্ত বাতিল।

০৮৭১২ গন্ডিয়া-ডোঙ্গারগড় এমইএমইউ স্পেশাল বাতিল।

০৮৭১৩ গোন্ডিয়া-নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতওয়ারি মেমু স্পেশাল ৭ থেকে ১৯ আগস্ট ২০২৪ বাতিল।

০৮৭১৬ নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতওয়ারি-গোন্ডিয়া এমইএমইউ স্পেশাল নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতোয়ারি ৭ থেকে ১৯ আগস্ট ২০২৪ বাতিল করা হয়েছে।

০৮৭৫৬ নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতওয়ারি-রামটেক মেমু স্পেশাল ৭ থেকে ২০ আগস্ট ২০২৪ বাতিল।

০৮৭৫১ রামটেক-নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতওয়ারি এমইএমইউ স্পেশাল ৭ থেকে ২০ আগস্ট ২০২৪ বাতিল।

০৮৭৫৪ নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতওয়ারি-রামটেক এমইএমইউ স্পেশাল ৭ থেকে ২০ আগস্ট ২০২৪ বাতিল।

০৮৭৫৫ রামটেক-নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতওয়ারি এমইএমইউ স্পেশাল ৭ থেকে ২০ আগস্ট ২০২৪ বাতিল।

০৮২৮১ নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতওয়ারি-তিরোদি মেমু স্পেশাল ৭ থেকে ২০ আগস্ট ২০২৪ বাতিল।

০৮২৮৪ তিরোদি-তুমসার এমইএমইউ স্পেশাল ৭ থেকে ২০ আগস্ট ২০২৪ বাতিল।

০৮২৮২ তিরোদি – নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতওয়ারি এমইএমইউ স্পেশাল ৮ থেকে ২০ আগস্ট, ২০২৪ অবধি বাতিল।

০৮২৮৩ তুমসার-তিরোদি মেমু স্পেশাল ৮ থেকে ২০ আগস্ট, ২০২৪ অবধি বাতিল।

০৮৭১৪ নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতওয়ারি-বালাঘাট এমইএমইউ স্পেশাল ৭ থেকে ১৯ আগস্ট, ২০২৪ পর্যন্ত বাতিল।

08715 বালাঘাট-নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতওয়ারি এমইএমইউ স্পেশাল ৭ থেকে ১৯ আগস্ট অবধি বাতিল।

08267 রায়পুর-নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতওয়ারি এমইএমইউ স্পেশাল ৬ থেকে ১৮ আগস্ট, ২০২৪ অবধি বাতিল করা হয়েছে।

08268 নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতওয়ারি-রায়পুর এমইএমইউ স্পেশাল ৭ থেকে ১৯ আগস্ট, ২০২৪ পর্যন্ত বাতিল।

নেতাজি সুভাষচন্দ্র বসু ইতোয়ারি থেকে ছেড়ে আসা ১২৮৫৬ নেতাজি সুভাষচন্দ্র বসু ইটওয়ারি-বিলাসপুর এক্সপ্রেস ৮ থেকে ২০ আগস্ট, ২০২৪ পর্যন্ত বাতিল করা হয়েছে।

৭ থেকে ১৯ আগস্ট, ২০২৪ পর্যন্ত বিলাসপুর থেকে ছেড়ে যাওয়া ১২৮৫৫ বিলাসপুর-নেতাজি সুভাষচন্দ্র বসু ইতওয়ারি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

নেতাজি সুভাষচন্দ্র বসু ইতোয়ারি থেকে ছেড়ে আসা ১৮২৪০ নেতাজি সুভাষচন্দ্র বসু ইটোয়ারি-বিলাসপুর এক্সপ্রেস ৭ থেকে ১৯ আগস্ট, ২০২৪ পর্যন্ত বাতিল করা হয়েছে।

ট্রেন নম্বর ১৮১০৯ টাটা-নেতাজি সুভাষ চন্দ্র বসু ইটওয়ারি এক্সপ্রেস ৬ থেকে ১৮ আগস্ট, ২০২৪ পর্যন্ত বাতিল করা হয়েছে।

নেতাজি সুভাষচন্দ্র বসু ইটোয়ারি থেকে ছেড়ে যাওয়া ১৮১১০ নেতাজি সুভাষচন্দ্র বসু ইটোয়ারি-টাটা এক্সপ্রেস ০৮ থেকে ২০ আগস্ট, ২০২৪ পর্যন্ত বাতিল করা হয়েছে।

১৪ থেকে ১৯ আগস্ট পর্যন্ত নাগপুর থেকে ছেড়ে যাওয়া ১১২০১ নাগপুর-শাহদোল এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত শাহদোল থেকে ছেড়ে যাওয়া ১১২০২ শাহদোল-নাগপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১০ ও ১১ অগাস্ট থেকে হাওড়া থেকে ছেড়ে যাওয়া ১২৮৩৪ হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১৩ ও ১৪ আগস্ট আহমেদাবাদ থেকে ছেড়ে যাওয়া ১২৮৩৩ আহমেদাবাদ হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

৫ আগস্ট, ০৭, ১১ ও ১২ আগস্ট হাওড়া থেকে ছেড়ে আসা ১২৮৬০ হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

০৭, ০৯, ১৩ এবং ১৪ আগস্ট থেকে মুম্বই থেকে ছেড়ে আসা ১২৮৫৯ মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস বাতিল থাকবে।

৪ আগস্ট, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯ এবং ১৫ আগস্ট কোরবা থেকে ছেড়ে যাওয়া ১৮২৩৭ কোরবা-অমৃতসর ছত্তিশগড় এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

০৬, ০৭, ০৮, ০৯.১০, ১১ এবং ১৭ আগস্ট অমৃতসর থেকে ছেড়ে যাওয়া ১৮২৩৮ অমৃতসর-বিলাসপুর ছত্তিশগড় এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১৮০৩০ শালিমার-এলটিটি এক্সপ্রেস ১১ থেকে ১৭ আগস্ট, ২০২৪ বাতিল।

১৮০২৯ এলটিটি-শালিমার এক্সপ্রেস ১৩ থেকে ১৯ আগস্ট, ২০২৪ পর্যন্ত বাতিল।

২০৮২৫ বিলাসপুর-নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস ৭,৮,৯,১১,১২,১৩,১৪,১৫,১৬, ১৮ ও ১৯ আগস্ট বাতিল করা হয়েছে।

২০৮২৬ নাগপুর-বিলাসপুর বন্দে ইন্ডিয়া এক্সপ্রেস ৭, ০৮, ০৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮ এবং ১৯ আগস্ট বাতিল।

১২, ১৩, ১৪, ১৫ ও ১৭ আগস্ট নিজামুদ্দিন থেকে ছেড়ে আসা ১২৪১০ নিজামুদ্দিন-রায়গড় গন্ডোয়ানা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৯ আগস্ট ২০২৪ থেকে রায়গড় থেকে ছেড়ে যাওয়া ১২৪০৯ রায়গড়-নিজামুদ্দিন গন্ডোয়ানা এক্সপ্রেস বাতিল করা হবে।

১৩, ১৫, ১৬ ও ১৮ আগস্ট রেওয়া থেকে ছেড়ে যাওয়া ১১৭৫৬ রেওয়া-নেতাজি সুভাষচন্দ্র বসু ইতওয়ারি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

নেতাজি সুভাষচন্দ্র বসু ইতোয়ারি থেকে ছেড়ে আসা ১১৭৫৫ নেতাজি সুভাষচন্দ্র বসু ইটোয়ারি-রেওয়া এক্সপ্রেস ১৪, ১৬, ১৭ এবং ১৯ আগস্ট, ২০২৪ থেকে বাতিল থাকবে।

০৭, ১০, ১২, ১৪, ১৭ ও ১৯ আগস্ট রেওয়া থেকে ছেড়ে যাওয়া ১১৭৫৪ রেওয়া-নেতাজি সুভাষচন্দ্র বসু ইতওয়ারি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

নেতাজি সুভাষচন্দ্র বসু ইতোয়ারি থেকে ছেড়ে আসা ১১৭৫৩ নেতাজি সুভাষচন্দ্র বসু ইটওয়ারি-রেওয়া এক্সপ্রেস ০৮, ১১, ১৩, ১৫, ১৮ এবং ২০ আগস্ট, ২০২৪ থেকে বাতিল করা হয়েছে।

১২৭৭১ সেকেন্দ্রাবাদ-রায়পুর এক্সপ্রেস ৭ থেকে ১৪ আগস্ট বাতিল।

১২৭৭২ রায়পুর-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস৮ থেকে ১৫ আগস্ট অবধি বাতিল করা হয়েছে।

৫ ও ৯ আগস্ট হাতিয়া থেকে ছেড়ে যাওয়া ২২৮৪৬ হাতিয়া-পুনে এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

৭ ও ১১ আগস্ট পুনে থেকে ছেড়ে যাওয়া ২২৮৪৫ পুনে-হাতিয়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১২৮৮০ ভুবনেশ্বর-এলটিটি এক্সপ্রেস ৮ এবং ১৫ আগস্ট বাতিল করা হয়েছে।

১২৮৭৯ এলটিটি-ভুবনেশ্বর এক্সপ্রেস ১০ এবং ১৭ আগস্ট বাতিল করা হয়েছে।

২০২৪ সালের ১৬ আগস্ট হাতিয়া থেকে ছেড়ে যাওয়া ১২৮১২ হাতিয়া-এলটিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১২৮১১ এলটিটি-হাতিয়া এক্সপ্রেস ১৮ আগস্ট বাতিল।

১৩ আগস্ট, ২০২৪-এ নয়াদিল্লি থেকে ছেড়ে যাওয়া ১২৪৪২ নয়াদিল্লি-বিলাসপুর রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১৫ আগস্ট বিলাসপুর থেকে ছেড়ে যাওয়া ১২৪৪১ বিলাসপুর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১২২২২ হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস ১৫ আগস্ট হাওড়া থেকে বাতিল করা হয়েছে।

১৭ আগস্ট পুনে থেকে ছেড়ে যাওয়া ১২২২১ পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

৯ ও ১৬ আগস্ট পুরী থেকে ছেড়ে যাওয়া ২০৮৫৭ পুরী-সাইনগর শিরডি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১১ ও ১৮ আগস্ট সাইনগর শিরডি থেকে ছেড়ে যাওয়া ২০৮৫৮ সাইনগর শিরডি-পুরী এক্সপ্রেস বাতিল করা হবে।

১৬ আগস্ট গান্ধীধাম থেকে ছেড়ে যাওয়া ১২৯৯৩ গান্ধীধাম-পুরী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১৯ আগস্ট পুরী থেকে ছেড়ে যাওয়া ১২৯৯৪ পুরী-গান্ধীধাম এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১০ ও ১৭ আগস্ট ওখা থেকে ছেড়ে যাওয়া ১২৯৩৯ ওখা-বিলাসপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১২ ও ১৯ আগস্ট বিলাসপুর থেকে ছেড়ে যাওয়া ২২৯৪০ বিলাসপুর-ওখা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১৭ আগস্ট সাঁতরাগাছি থেকে ছেড়ে যাওয়া ২০৮২২ সাঁতরাগাছি-পুনে হামসফর এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

২০৮২১ পুনে-সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস ১৯ আগস্ট, ২০২৪ তারিখে পুনে থেকে বাতিল করা হয়েছে।

৮ ও ১৫ আগস্ট, ২০২৪ হাওড়া থেকে ছেড়ে আসা ২২৮৯৪ হাওড়া-সাইনগর শিরডি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১০ ও ১৭ আগস্ট সাইনগর শিরডি থেকে ছেড়ে যাওয়া ২২৮৯৩ সাইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১২ আগস্ট সাহিব নান্দেদ থেকে ছেড়ে যাওয়া ১২৭৬৭ সাহেব নান্দেদ-সাঁতরাগাছি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১৪ আগস্ট সাঁতরাগাছি থেকে ছেড়ে যাওয়া ১২৭৬৮ সাঁতরাগাছি-সাহেব নান্দেদ এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১৮ আগস্ট ওখা থেকে ছেড়ে যাওয়া ২২৯০৫ ওখা-শালিমার এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

২২৯০৬ শালিমার-ওখা এক্সপ্রেস ২০ আগস্ট, ২০২৪-এ শালিমার থেকে বাতিল।

১৪ আগস্ট গান্ধীধাম থেকে ছেড়ে যাওয়া ২২৯৭৩ গান্ধীধাম-পুরী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১৭ আগস্ট পুরী থেকে ছেড়ে আসা ২২৯৭৪ পুরী-গান্ধীধাম এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১১ আগস্ট পুরী থেকে ছেড়ে যাওয়া ২২৮২৭ পুরী-সুরাট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১৩ আগস্ট সুরাট থেকে ছেড়ে যাওয়া ২২৮২৮ সুরাট-পুরী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

২০৮২৩ পুরী-আজমির এক্সপ্রেস ১, ৫ এবং ৮ আগস্ট, ২০২৪ বাতিল।

২০৮২৪ আজমের-পুরী এক্সপ্রেস ০৬, ০৮ এবং ১৩ আগস্ট, ২০২৪ বাতিল।