লাদাখের শিওক নদীতে তাদের গাড়ি পড়ে সাত সেনা জওয়ানের মর্মান্তিক মৃত্যু হল। তাঁদের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে সেনাবাহিনী। জানা গিয়েছে, শুক্রবার ২৬ জন সেনার একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের একটি জায়গায় যাচ্ছিল। এরপর সকাল ৯টার দিকে, থোইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে গাড়িটি রাস্তা থেকে পিছলে যায় এবং শিওক নদীতে (প্রায় ৫০-৬০ ফুট গভীরতায়) পড়ে যায়।
Advertisements
এক সেনা কর্তা বলেন, ‘এই ঘটনায় আমরা আমাদের ৭ জওয়ানকে হারিয়েছি। অন্যরাও গুরুতর জখম করা হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। গুরুতর আহতদের ওয়েস্টার্ন কমান্ডে স্থানান্তরিত করার জন্য বায়ুসেনার কাছে বিশেষ বিমান চাওয়া হয়েছে।’ এছাড়া লেহ থেকে সার্জিকাল টিমও পাঠানো হয়েছে।
Advertisements