রাজ্যে ভয়ানক দুর্ঘটনা, খালে লরি পড়ে মৃত কমপক্ষে ৭

দেশে এক রোমহর্ষক ঘটনা ঘটে গেল রাজ্যে। এক ভয়াবহ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল কমপক্ষে ৭ জনের। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পূর্ব গোদাবরী জেলার…

রাজ্যে ভয়ানক দুর্ঘটনা, খালে লরি পড়ে মৃত কমপক্ষে ৭

দেশে এক রোমহর্ষক ঘটনা ঘটে গেল রাজ্যে। এক ভয়াবহ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল কমপক্ষে ৭ জনের। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পূর্ব গোদাবরী জেলার দেবরাপল্লি সীমানায় মধ্যরাতে একটি লরি খালে পড়ে গেলে ৭ জনের মৃত্যু হয়।

ডিএসপি জি দেভা কুমার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, চালকটি একটি গর্ত এড়ানোর চেষ্টা করছিলেন। তবে শেষ রক্ষা হয় না, রাস্তা থেকে উল্টে লরিটি খালে পড়ে যায়। লরির উপরে বসে থাকা ৭ জনই ঘটনাস্থলেই মারা যান। একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, কাজু বাদাম বোঝাই মিনি ট্রাকটি টি নরসাপুরম মণ্ডলের বোররামপালেম থেকে নিদাদাভোলু মণ্ডলের তাদিমাল্লায় যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। কাজু ভর্তি বস্তার নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁদের। পুলিশ ও স্থানীয়রা বস্তার নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে নিয়ে যায়।

এদিকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সড়ক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে সরকার নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

Advertisements