Maharashtra: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত বিধায়কের ছেলে সহ ৭

ভয়াবহ পথ দুর্ঘটনায় (Accident) চলে গেল ৭টি তরতাজা প্রাণ। মৃত্যু হয়েছে ৭ মেডিকেল পড়ুয়ার। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বিজেপি…

Maharashtra: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত বিধায়কের ছেলে সহ ৭

ভয়াবহ পথ দুর্ঘটনায় (Accident) চলে গেল ৭টি তরতাজা প্রাণ। মৃত্যু হয়েছে ৭ মেডিকেল পড়ুয়ার। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বিজেপি (BJP) বিধায়কের ছেলে-সহ সাত জন ডাক্তারি পড়ুয়ার।

দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) সেলসুরা এলাকায়। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।এছাড়া আহতরা পিএমএনআরএফ-এর কাছ থেকে ক্ষতিপূরণ হিসাবে ৫০,০০০ টাকা করে পাবেন বলে খবর।

   

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ওই পড়ুয়ারা একটি গাড়িতে করে সেলসুরার মধ্য দিয়ে যাচ্ছিল যখন একটি বন্য প্রাণী হঠাৎ তাদের গাড়ির সামনে এসে উপস্থিত হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রাণীটিকে এড়াতে ড্রাইভার গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে পারেনি, যার ফলে গাড়িটি একটি কালভার্টের নীচে খাদে পড়ে যায়। এর জেরে সেখানে ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ধার এসপি প্রশান্ত হোলকার।

মৃতদের মধ্যে রয়েছে তিরোরা আসনের বিজেপি বিধায়ক বিজয় রাহাংদালের ছেলে আভিশকর। এছাড়া নিহতরা হলেন নীরজ চৌহান, নীতেশ সিং, বিবেক নন্দন, প্রত্যুষ সিং, শুভম জয়সওয়াল, পবন শক্তি।