HomeBharat৬৫ লক্ষ মানুষ 'ডিলিটেড'! নির্বাচন কমিশনকে তোপ CPI(M)-এর

৬৫ লক্ষ মানুষ ‘ডিলিটেড’! নির্বাচন কমিশনকে তোপ CPI(M)-এর

- Advertisement -

কলকাতা: যেন কম্পিউটার বা মোবাইলে পড়ে থাকা কোনও অযাচিত ফাইল বা ছবি। সিলেক্ট করে ডিলিট করে দিলেই ল্যাটা চুকে যাবে! ভোটমুখী বিহারে নির্বাচন কমিশনের গণহারে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার ঘটনাকে কম্পিউটার থেকে ফাইল ডিলিট করার সঙ্গেই তুলনা করল সিপিআইএম (CPIM)। একদিন আচমকা ৬৫ লক্ষ মানুষ নাগরিকত্বের তালিকা থেকে ‘ডিলিট’ হয়ে গেল!

নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে ‘মেগা ইরেজার’ বলে কটাক্ষ করে নিজেদের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করেছে সিপিআইএম। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে “নির্বাচন কমিশনের যেখানে মানুষকে ভোটার তালিকায় যুক্ত করা উচিৎ সেখানে বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর মাধ্যমে প্রায় ৬৫ লক্ষ যোগ্য ভোটারকে খসড়া তালিকা থেকে রীতিমত মুছে দেওয়া হল, যা গণতন্ত্র-বিরোধী”।

   

পোস্টটিতে দেখা যাচ্ছে ডেমোক্রেসি (গণতন্ত্র) নামক ফোল্ডারটিকে সিলেক্ট করে ডিলিট বোতামে ক্লিক করা হচ্ছে। বস্তুত, বিহারে এসআইআর-এর নামে গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সহ বিজেপির বিরুদ্ধে সরব বিরোধীরা।

গত ২৪ জুন শুরু হয়েছিল এবং ১ আগস্ট ২০২৫-এ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। তাতে বাদ পড়া ৬৫ লক্ষ মানুষের বাদ পড়ার কারণ দর্শীয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যার মধ্যে স্থানীয় বিএলএ এবং বিএলও-দের উদ্ধৃতি অনুযায়ী ২২ লক্ষ ভোটার মৃত, ৩৫ লক্ষ ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত অথবা খোঁজ পাওয়া যায়নি এবং ৭ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিহারে ১,৬০,৮১৩ জন বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা হয়েছে, যার মধ্যে বিজেপির ৫৩,৩৩৮, আরজেডির ৪৭,৫০৬, জেডি(ইউ)-এর ৩৬,৫৫০ এবং সিপিআই (এমএল)-এর ১,৪৯৬ জন রয়েছে।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular