পাটনা: প্রথম তালিকায় চিকিৎসক, অধ্যাপক, সমাজকর্মী সহ ৫১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে ‘ক্লিন ইমেজ’ কার্ড খেলেছিলেন ভোটকুশলী তথা জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর (PK)। সোমবার দ্বিতীয় দফায় আরও ৬৫ জনের প্রার্থী তালিকা জারি করল জন সুরজ পার্টি (Jan Suraaj Party)।
এই তালিকায় ১৯ টি আসন সংরক্ষিত (১৮ টি SC, ১ টি ST ) এবং ৪৬ টি আসন দেওয়া হয়েছে জেনারেল প্রার্থীদের নামে। দ্বিতীয় প্রার্থী তালিকায় এবার বিহারের জাতিগত জনসংখ্যার নিরিখে মাস্টারস্ট্রোক দিয়েছেন পিকে। জানা গিয়েছে, ১৪ টি আসন দেওয়া হয়েছে (EBC), ১০ টি আসনে (OBC), ১৪ টি সংখ্যালঘু এবং ১১ টি আসন জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের দেওয়া হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, শেওহর থেকে নীরজ সিং, কিষাণগঞ্জের ঠাকুরগঞ্জ আসন থেকে মোঃ একরামুল হক, দরভাঙ্গার ভাদুরপুর আসন থেকে আমির হায়দার এবং সমষ্টিপুরের উজারপুর আসন থেকে দুর্গা প্রসাদ সিং-এর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবারের সাংবাদিক বৈঠকে প্রশান্ত কিশোর (PK) বলেন, “প্রথম তালিকায় আমরা ৫১টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছিলাম এবং দ্বিতীয় তালিকায় আমরা ৬৫টি আসনের জন্য মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছি। বাকি আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।”
আগের ৫১ জন প্রার্থীর মধ্যে ছিলেন পাটনা বিশ্ববিদ্যালয় এবং নালন্দা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি কেসি সিনহা। কুমহারা কেন্দ্রের জন্য ঘোষিত এই প্রার্থী গণিতের উপর বই-সিরিজের জন্য জনপ্রিয় তিনি। পাশাপাশি, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার আর কে মিশ্রকে দারভাঙ্গা থেকে প্রার্থী করা হয়েছে।
প্রসঙ্গত, বিহারে ভোটের (Bihar Assembly Election) দামামা বাজতেই প্রার্থী তালিকা ঘোষণার ধুম পড়েছে রাজনৈতিক দলগুলিতে। রবিবারই সম্পূর্ণ ২৪৩ টি বিধানসভা আসনের সবকটিতেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক-জোট NDA।
আসন্ন নির্বাচনে সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি এবং জেডি(ইউ)। ১০১টি করে আসনে লড়বে বিজেপি এবং জেডিইউ। লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) কে ২৯টি আসন এবং রাষ্ট্রীয় লোক মোর্চা এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ) কে ছয়টি করে আসন দেওয়া হয়েছে।