Accident: ভোট দিয়ে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬, আহত বহু

দেশে ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় (Accident) প্রাণ গেল অনেকের। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বাপতলা জেলায় হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বাপতলা থেকে তেলেঙ্গানার…

দেশে ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় (Accident) প্রাণ গেল অনেকের। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বাপতলা জেলায় হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বাপতলা থেকে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদগামী একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৬ জন মর্মান্তিকভাবে মারা গিয়েছেন এবং কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে সৃষ্ট আগুন লেগে যায়। আর এই আগুন এতটাই ভয়াবহ হয় যে বাস ও ট্রাক সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে আগুনের লেলিহান শিখা যথেষ্ট উচ্চতায় উঠতে দেখা গেছে।

   

আহতদের সকলকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ৪০ জন যাত্রী বোঝাই বাসটি বাপতলা থেকে হায়দরাবাদ যাচ্ছিল। এ সময় এ ঘটনা ঘটে। ভোট দিতে নিজের শহরে এসেছিলেন যাঁরা, তাঁরা ভোট দিয়ে হায়দরাবাদে ফিরছিলেন। বর্তমানে পুলিশ ট্রাক মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।